নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ফের সুন্দরবনের বাঁধে ফাটল

নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ফের সুন্দরবনের বাঁধে ফাটল

9824a3c03b724f35d37b7c13eb7e0a8c

বসিরহাট: নিম্নচাপের জেরে নাগাড়ে বৃষ্টি৷ তারই জেরে উওর ২৪ পরগণার বসিরহাট মহকুমার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হাড়োয়া, মিনাখা সহ দশটি ব্লকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বিপর্যস্ত জনজীবন৷

জল ঢুকেছে চাষের জমিতে৷ ফলে জলের তলায় বর্ষাকালীন সবজি – কাঁচালঙ্কা, উচ্ছে,  কুমড়ো ,বেগুন সহ বিভিন্ন রকমের সবজি৷ দু’মাস আগেই বয়ে গিয়েছে ভয়াবহ ইয়াস ঝড় ফের প্রকৃতির মার৷ বাঁধে ফাটল৷ স্বভাবতউ জন-যন্ত্রণায় তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সুন্দরবনের বাসিন্দারা৷ কারণ, ইতিমধ্যে বাড়তে শুরু করেছে নদীর জল তারই জেরে ফাট দেখা দিয়েছে একাধিক নদী বাঁধে৷

ইছামতি, রায়মঙ্গল, কালিন্দী, ছোট কলাগাছি ডাসা, বেতনী সহ একাধিক নদী রীতিমতো ফুঁসছে৷ একাধিক এলাকায় দেখা দিয়েছে ফাটল৷ বিষয়টির দিকে নজর রেখেছে সেচ দফতর৷ নজরদারি রেখেছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের কর্মকর্তারাও। সবমিলিয়ে সময় যত যাচ্ছে নিম্নচাপের ভ্রুকুটি আরও বেশি আঘাত হানবে বলে আশঙ্কা তৈরি হচ্ছে৷ শুধু সুন্দরবন নয়, ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে বসিরহাট, টাকি, বাদুড়িয়া তিনটি পৌরসভার বিস্তীর্ণ ওয়ার্ড। প্রশাসনের দাবি, যুদ্ধকালীন তৎপরতায় পুর এলাকার জল নিকাশি স্বাভাবিক করার কাজ চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *