ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে জনস্বার্থ মামলা, সিবিআই তদন্তের আর্জি গ্রহণ, বুধেই শুনানি

ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে জনস্বার্থ মামলা, সিবিআই তদন্তের আর্জি গ্রহণ, বুধেই শুনানি

092bd3caa6a4b5543f0572fa486f8978

কলকাতা: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য৷ এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে৷ ভুয়ো টিকা কাণ্ডে সিবিআই তদন্তের যে আর্জি জানানো হয়েছিল, তা গ্রহণ করল হাইকোর্ট৷ শুক্রবার সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা করেন আইনজীবী সন্দীপন দাস৷ আগামীকাল হবে এই আবেদনের শুনানি৷  

আরও পড়ুন- একাধিক সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ হারাতে চলেছেন শুভেন্দু, প্রক্রিয়া শুরু

অপর একটি জনস্বার্থ মামলার আবেদনকারী তরুণজ্যোতি তিওয়ারি  জাল ভ্যাকসিন তৈরির দাবি তুলেছেন৷ সিবিআই মামলার পাশাপাশি এই মামলার শুনানির জন্যেও আবেদন জানানো হয়েছিল৷ তবে বিচারপতি সেই আর্জি খারিজ করে দিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানান, প্রত্যেকের আলাদা আলাদা আবেদন৷ তাই পৃথকভাবেই প্রতিটি মামলা শোনা হবে৷  

এদিকে, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পাণ্ডা দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ জেরায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ অন্যদিকে আদই গ্রেফতার করা হয়েছে দেবাঞ্জনের অফিসে সেকেন্ড ইন কমান্ড তথা তার খুড়তুতো ভাই কাঞ্চন দেবকে।  পুরসভার বোর্ড লাগিয়ে দেবাঞ্জন যে অফিস খুলেছিল, সেখানেই বসতেন কাঞ্চন৷ তিনি নিজেকে ডব্লুবিসিএস অফিসার বলে সকলের কাছে পরিচয় দিতেন৷ 

দেবাঞ্জনে সঙ্গে তৃণমূলের বহু নেতানেত্রীর ছবি ইতিমধ্যেই দেখা গিয়েছে৷ যা নিয়েও বেশ শোরগোল পড়েছে৷ রবীন্দ্র মূর্তির নীচে থাকা একটি ফলকে দেবাঞ্জনের নাম নিয়েও বিতর্ক হয়৷ যেখানে দেবাঞ্জনের সঙ্গে ওই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম,  সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বরানগরের বিধায়ক তাপস রায়, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পৌরনিগমের পৌরপ্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ।      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *