ধর্মঘট রুখতে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

কলকাতা: ৮ এবং ৯ জানুয়ারির সাধারণ ধর্মঘটকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করার জন্য বুধবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ওই দু’দিন জনজীবন স্বাভাবিক রাখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিক আদালত, এমন আর্জিও জানানো হয়েছে সেখানে। ওই দু’দিনের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স মেন-এর পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকারকে কড়া ব্যবস্থা

ধর্মঘট রুখতে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

কলকাতা: ৮ এবং ৯ জানুয়ারির সাধারণ ধর্মঘটকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করার জন্য বুধবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ওই দু’দিন জনজীবন স্বাভাবিক রাখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিক আদালত, এমন আর্জিও জানানো হয়েছে সেখানে।

ওই দু’দিনের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স মেন-এর পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকারকে কড়া ব্যবস্থা নিতে বলা হোক, এই আবেদনও জানানো হয়েছে। দেশের বেশ কিছু হাইকোর্ট এবং সর্বোপরি সুপ্রিম কোর্ট একাধিকবার বন্ধ বা ধর্মঘটকে অসাংবিধানিক, বেআইনি বলে ঘোষণা করেছে। সেই প্রসঙ্গ উত্থাপন করে মামলাকারী আইনজীবী রমাপ্রসাদ সরকার আদালতকে জানিয়েছেন, স্রেফ রাজনৈতিক ফায়দা তোলার জন্যই এই পদক্ষেপ করা হয়। সাধারণ মানুষের দাবির কথা উল্লেখ করে এমন উদ্যোগ নেওয়া হলেও আদতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। এমনই যুক্তি দেখিয়ে তিনি ওই দুই সরকার সহ মামলার প্রতিপক্ষ দলগুলিকে গত বছরের ৩১ ডিসেম্বর এই প্রসঙ্গে সতর্কবার্তা দিয়ে স্মারকলিপি পাঠিয়েছিলেন। কিন্তু, কেউই তাতে সাড়া দেয়নি। তাই বাধ্য হয়ে এবার রাজ্যের শীর্ষ আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 8 =