কলকাতা: করোনা-কালে দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণে ঐতিহাসিক রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট৷ উচ্চ আদালতের নির্দেশে বাংলার প্রতিটি পুজো মণ্ডপ ছিল দর্শকশূন্য৷ ছিল ‘নো এন্ট্রি’ জোন৷ পুজো উদ্যোক্তাদের প্রবেশে কিছুটা ছাড় দেওয়া হলেও বহাল ছিল দর্শকশূন্য রাখার নির্দেশ৷ ফলে, করোনাকালে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় এবার ছিল হাতে গোনা৷ করোনা-কালে হাইকোর্টের সেই ঐতিহাসিক রায়কে কাজে লাগিয়েছে এবার কালী, জগদ্ধাত্রী-সহ ছট পুজোয় ‘নো এন্ট্রি’র আর্জি জানিয়ে দায়ের হয়েছে মামলা৷ দীপাবলিতে বাজি বন্ধের আর্জি জানিয়ে আরও একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে৷
দুর্গাপুজোর মতো এবার কালীপুজো, ছট ও জগদ্ধাত্রী পুজোর মণ্ডবে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না? করোনা সংক্রমণের আশঙ্কায় এবার পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে৷
করোনা সংক্রমণের কথা মাথায় রেখে পুজো মণ্ডপে নো-এন্ট্রি চালু করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছেন হাওড়ার বাসিন্দা অজয় দে৷ দীপাবলিতে বাজি বন্ধের আর্জি জানিয়ে আরও একটি মামলা দায়ের করছেন অনুসূয়া চৌধুরী৷ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলা আগামী ৫ নভেম্বর শুনানির সম্ভাবনা রয়েছে৷
মামলার আর্জিতে জানানো হয়েছে, ঠিক যে ভাবে দুর্গা পুজোয় ভিড় নিয়ন্ত্রণে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছিল আদালত, ঠিক একই ভাবে যেন কালী থেকে শুরু করে জগদ্ধাত্রী ও ছট পুজোয় ভিড় নিয়ন্ত্রণে পদক্ষেপ করুক হাইকোর্ট৷ কালী, জগদ্ধাত্রী ও ছট পুজোয় নো-এন্ট্রি জোন ঘোষণার দাবি জানিয়ে জনস্বার্থ মামলা করছেন হাওড়ার বাসিন্দা অজয় দে৷ দুর্গাপুজোয় নো-এন্ট্রি করার মামলাও তিনিই দায়ের করেছিলেন৷ দুর্গা পুজোর মতো কালী, জগদ্ধাত্রী, ছট পুজোয় একই ভাবে হাইকোর্টের হস্তক্ষেপ করুক বলেও মামলা করেছেন অজয়বাবু৷