দ্রুত নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে হল পিএসসি অভিযান, জমা পড়ল ডেপুটেশন

দ্রুত নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে হল পিএসসি অভিযান, জমা পড়ল ডেপুটেশন

কলকাতা: একাধিক পদে দ্রুত নিয়োগের দাবিতে মঙ্গলবার হয়েছে পিএসসি অভিযান। পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের তরফ থেকে মিছিল করে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল। তাদের প্রাথমিক দাবি, সমস্ত নন জয়েনিং সিটে দ্রুত নিয়োগ করতে হবে। এছাড়া যে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তাদের দ্রুত শাস্তি দিয়ে যারা চাকরি করছে তাদের বরখাস্ত করতে হবে বলে দাবি। 

এই মঞ্চের তরফে জানানো হয়েছে, সমস্ত নন জয়েনিং সিটে যেমন স্কুল SI ২০১৮, ক্লার্কশিপ ২০১৯, আইসিডিএস সুপারভাইজার ২০১৯, ফায়ার অপারেটর ২০১৮, মিসলেনিয়ার্স ২০১৯-এ দ্রুত নিয়োগ করতে হবে। পাশাপাশি WBCS ২০২২ প্রিলি সহ সমস্ত ফলাফল প্রকাশ করতে হবে। অন্যদিকে মিসলেনিয়ার্স, ক্লার্কশিপ, ফুড এসআই, সমস্ত দফতরে নিয়োগের নতুন নোটিফিকেশন চাই তাদের। একই সঙ্গে তারা এও দাবি রেখেছে, হঠাৎ করে WBCS পরীক্ষার সিলেবাস ও প্যাটার্ন বদল করা চলবে না। আর ২০১৬, ২০১৭ WBCS সহ যে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তাদের দ্রুত শাস্তি দিতে হবে। আগামী সব পরীক্ষায় ৩ বয়সের ছাড় দিতে হবে বলেও দাবি তোলে তারা। 

p

মঞ্চের কনভেনর ইন্দ্রজিৎ ঘোষ জানান, তাঁদের মঞ্চের পক্ষ থেকে পিএসসি-এর সেক্রেটারির কাছে ডেপুটেশন দেওয়া হয়। ওনারা জানিয়েছেন নন জয়েনিং সিটে নিয়োগের উদ্যোগ নেবেন। আগামী ১২ আগস্ট WBCS প্রিলির ফলাফল প্রকাশ করা হবে। আর মিসলেনিয়ার্স সার্ভিস ও ক্লার্কশিপের নতুন নোটিফিকেশন আসার সম্ভাবনাও আছে। তবে মঞ্চের হুঁশিয়ারি, যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা যদি কার্যকর না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে। প্রসঙ্গত, আজকের এই অভিযানে ইন্দ্রজিৎ ঘোষ, বিজয় ঘড়ুই, দীপক সিংহ, শিখা বসাক, মৌসুমী দাস, সৈকত ঘোষ, মোম্বিতা সাহা সহ প্রায় ৩০০ জন চাকরি প্রার্থী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + ten =