রাজভবনের বাইরে বিক্ষোভ তৃণমূলের, মুখ্যমন্ত্রীর ব্যাপক সমালোচনায় রাজ্যপাল

রাজভবনের বাইরে বিক্ষোভ তৃণমূলের, মুখ্যমন্ত্রীর ব্যাপক সমালোচনায় রাজ্যপাল

কলকাতা: রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্রর গ্রেফতারি নিয়ে এখন উত্তেজনার পারদ তুঙ্গে শহরে। নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সর্মথকরা। একই রকমভাবে ব্যাপক বিক্ষোভ দেখানো হচ্ছে রাজভবনের সামনেও। মূলত রাজ্যপালের অনুমতি নেওয়ার পরেই সিবিআই এই গ্রেফতারি করেছে বলে জানা গিয়েছে। সেই প্রেক্ষিতে রাজভবনের বাইরে উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের সমালোচনায় সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

এদিন টুইট করে তিনি লেখেন, মুখ্যমন্ত্রীর উচিত সংবিধান এবং আইন মেনে চলা। পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে স্পষ্ট রাজ্যের আইন, শৃঙ্খলা ভেঙে পড়েছে। রাজ্যপাল আরও বলেন, রাজ্যের এই পরিস্থিতি ব্যাপক উদ্বিগ্ন এবং মুখ্যমন্ত্রীর উচিত পদক্ষেপ গ্রহণ করা। এছাড়া আইন-শৃঙ্খলা বজায় রাখতে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে অনুরোধ জানিয়েছেন রাজ্যপাল। তাঁর স্পষ্ট অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 4 =