কলকাতা: বঞ্চিত চাকরিপ্রার্থীদের চাকরি সুনিশ্চিত করার দাবিতে শহর কলকাতায় হয়ে গেল এক বিরাট মিছিল। সরকার ঘোষিত ১৪ হাজার ৯৭৭ সুপারনিউমেরারী পদে নিয়োগের দাবিতে শুক্রবার নবম-দ্বাদশ, গ্রুপ সি, ডি, ওয়ার্ক ফিজিক্যাল চাকরিপ্রার্থীদের বৃহৎ একটা অংশ প্রতিবাদ মিছিলে সামিল হন। রাজ্য সরকারকে নিশানা করে তাদের বক্তব্য, সরকার শুধু মুখেই মানবিক। বিচার দেওয়ার নামে প্রহসন ছাড়া কিছু হচ্ছে না।
মিছিলে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বক্তব্য, এক লোকসভা থেকে আর এক লোকসভা আসতে চলেছে তবু প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় না। বঞ্চিতদের নিয়োগ নিয়ে সরকারের সদিচ্ছা নেই বলেই দাবি করেছেন তারা। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর কাছে তাদের প্রশ্ন, অযোগ্যদের পরিবার আছে, যোগ্যদের কি নেই? তাদের বক্তব্য, আজকের দিনে দাঁড়িয়ে যোগ্য প্রার্থীদের প্রায় ৯০০ দিন ন্যায্য চাকরির দাবিতে রাস্তায় অবস্থান-অনশন করতে হচ্ছে। এদিকে যে সুপারনিউমেরারী পোস্টে বঞ্চিতদের চাকরি দেওয়ার কথা, সেখানে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অযোগ্যদের কথা লিখে আইনি জটিলতা সৃষ্টি করেছে।
আসলে গোটা প্রক্রিয়া নিয়েই অসন্তোষ প্রকাশ করেছে তারা। জানানো হয়েছে, সুপ্রিম কোর্টে ৫ মাস অন্তর এই কেসের হেয়ারিং হয়। এটা বিচার দেওয়ার নামে প্রহসন মাত্র। এদিকে অযোগ্যরা সাদা খাতা জমা দিয়েও স্কুলে যাচ্ছে। এই ক্ষেত্রে তাদের দাবি, শুধুমাত্র যোগ্যদের জন্য নিউমেরারী পোস্টে হলফনামা জমা দিয়ে দ্রুত শুনানি করিয়ে সকল মেধাতালিকাভুক্ত যোগ্যদের দ্রুত স্কুলে পাঠানো হোক। নিয়োগের অপেক্ষায় অন্তত ১৫ হাজার চাকরিপ্রার্থী রয়েছে বলেই দাবি।