‘নিখোঁজ শিক্ষামন্ত্রী’! ‘সন্ধান’ চেয়ে বিকাশ ভবনে পোস্টার

‘নিখোঁজ শিক্ষামন্ত্রী’! ‘সন্ধান’ চেয়ে বিকাশ ভবনে পোস্টার

কলকাতা: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবি দিয়ে ‘সন্ধান চাই’ এরকম পোস্টার নিয়ে অভিনব আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। আজ সল্টলেকে বিকাশ ভবনের সামনে পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখায় তাঁরা। বিকাশ ভবনের সামনে দেওয়ালে ‘বাংলার শিক্ষামন্ত্রী ত্রিপুরায়, শিক্ষকরা বঞ্চিত অসহায়’ পোস্টার মেরে দেওয়া হয়৷ বল নিয়ে খেলা করতে দেখা যায় বিক্ষোভকারীদের।

প্রতিবাদের এহেন অভিনব পন্থা দেখে থতমত খেয়ে য়ান পথচলতি বহু মানুষও৷ অন্যদিকে বিক্ষোভকারীদের হঠাতে পদক্ষেপ গ্রহণ করে পুলিশ৷ আটক করা হয় চার বিক্ষোভকারীকে৷ আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে ৩ হাজার ৬০০ জন শিক্ষিকা শিশু শিক্ষা কেন্দ্রে ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ও ৩৬ জন অ্যাকাডেমিক সুপার ভাইজার পদে কর্মরত আছেন। তাদের শিক্ষা দফতরে নিয়ে আসার বিষয়ে মন্ত্রিসভাতে সিদ্ধান্ত হয়েছিল৷ কিন্তু পুর ও নগরোন্নয়ন দফতর থেকে ফাইল অর্থ দফতরে এবং শিক্ষা দফতরে দীর্ঘদিন যাবৎ আটকে আছে। ফলে তারা মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও বার্ষিক ৩% ইনক্রিমেন্ট ও অবসর কালীন তিন লক্ষ টাকা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের।

আন্দোলনকারীদের দাবি, পঞ্চায়েতের অধীনস্ত এসএসকে, এমএসকে ও এএস-রা যেমন শিক্ষা দফতরের অন্তর্ভুক্ত হয়েছে তেমনি পৌর ও নগরোন্নয়নের অধীনস্ত এসএসকে, এমএসকে ও এএস-রা শিক্ষা দফতরে যুক্ত হয় এবং বার্ষিক ৩% ইনক্রিমেন্ট ও তিন লক্ষ টাকা অবসরকালীন বেনিফিট ব্যবস্থা দ্রুত করতে হবে৷ রাজ্যের ৬০০ জন একাডেমিক সুপার ভাইজার ও ১৭ জন DQM কর্মীদের শিক্ষা দফতরে সম্মানজনক পদ মর্যাদা সহ বকেয়া বার্ষিক ৩% ইনক্রিমেন্ট ও অবসরকালীন তিন লক্ষ টাকার ব্যবস্থা করা। কেন্দ্রে জনবিরোধী বিজেপি সরকার দ্বারা শিক্ষা বিরোধী নীতি জাতীয় শিক্ষানীতির কবল থেকে চুক্তি ভিত্তিক শিক্ষকদের জীবন জীবিকা সুনিশ্চিত করা। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো পার্শ্বশিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানের কর্মীদের বেতন বৃদ্ধি সহ স্থায়ী শিক্ষক ও শিক্ষা কর্মীদের ন্যায় উন্নতিকরন করতে হবে। অবিলম্বে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + nine =