‘দিদি আমাদের চাকরি দিন, নইলে মৃত্যু দিন’! আন্দোলনকারীরা আটক

‘দিদি আমাদের চাকরি দিন, নইলে মৃত্যু দিন’! আন্দোলনকারীরা আটক

রায়গঞ্জ: আজ রায়গঞ্জ ষ্টেডিয়াম ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় উপস্থিত হয়েছিলেন বেশ কয়েক জন চাকরিপ্রার্থী। বক্তব্য চলাকালীন ‘‘হয় আমাদের চাকরি দিন, নইলে এ বার মৃত্যু দিন’’, ‘‘দিদি আমাদের চাকরি দিন, নইলে মৃত্যু দিন’’- এ ধরনের ফেষ্টুন এবং প্ল্যাকার্ড দেখানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে। পরবর্তী ক্ষেত্রে তিন আন্দোলনকারীকে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। বাকি আন্দোলনকারীদের দাবি, যাদের আটক করা হয়েছে তাদের মুক্তি না দিলে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে। 

এদিন যখন বিক্ষোভের ঘটনা ঘটে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তৃতা রাখছিলেন। তিনি এই প্রসঙ্গে বলেন, আসলে বিজেপির তার ওপর খুব রাগ। ওরা চায় যেনতেন প্রকারণে তাকে সরিয়ে দিতে। সেই কারণে যখনই তিনি এ রথের প্রসঙ্গ নিয়ে কথা বলতে শুরু করেছেন তখনই লোকের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বারবার বিভিন্ন সভায় তার বক্তব্যে বাধা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি কোনোদিন মাথা নত করবেন না আর বাংলাকে বিজেপিকে লুট করতে দেবেন না। যদিও আন্দোলনকারীদের বক্তব্য, এর আগে একাধিকবার নবান্ন অভিযান, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে অভিযান আর লালবাজার অভিযান করেও কোনও লাভ পাননি তাঁরা। 

প্রসঙ্গত, এদিন এই একই সভায় দাঁড়িয়ে পার্শ্বশিক্ষক, আশাকর্মী এবং আইসিডিএসদের বড় প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ”আশার মেয়েরা ভালো করে কাজ করে যান। আগামী দিনে আমার টার্গেট আছে আমি আস্তে আস্তে অনেকটা দেখে দেবো। আইসিডিএসকেও বলবো আপনাদের সব বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। আমরা কিছুদিন আগে টাকা বাড়িয়েছি, আগামী দিনে আবার দেখে দেবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন।” মমতা আরও বলেন, ”প্যারা টিচারদের আমি বলব আপনাদের তিন বছরে যে ৩ শতাংশ বর্ধিত হত সেটা বাজেটে আমরা বছরে বছরে ৩ পার্সেন্ট করে দিয়েছি। ‌অনেক প্যারা টিচারের চাকরি হয়েছে আর আস্তে আস্তে যাতে আরো হয় সেই নিয়ে আমি কথা বলব।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *