অধীর চৌধুরীর কনভয় নিয়ে আপত্তি পুলিশের!

বহরমপুর: চতুর্থ দফার ভোট যুদ্ধে হাই প্রোফাইল কেন্দ্র বহরমপুর। বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে লড়াই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। ভোটের…

বহরমপুর: চতুর্থ দফার ভোট যুদ্ধে হাই প্রোফাইল কেন্দ্র বহরমপুর। বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে লড়াই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। ভোটের দিন নিজের কেন্দ্রে পুলিশি বাধার মুখে পড়লেন বিদায়ী সাংসদ।

সোমবার সকাল থেকেই এলাকায় ঘুরে ঘুরে ভোট পরিস্থিতির খোঁজ নিচ্ছিলেন অধীর। সেই সময়েই বহরমপুর শহরের একটি বুথে যাওয়ার মুখে অধীর চৌধুরীর গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। কেন এতগুলো গাড়ি, তা নিয়েই প্রশ্ন তোলে পুলিশ। এতে ক্ষুব্ধ হন অধীর চৌধুরী। তাঁর দাবি, কেন্দ্রের দেওয়া নিরাপত্তা কাটছাঁট করার এক্তিয়ার নেই পুলিশের। ডিএসপি সুশান্ত রাজবংশীর সঙ্গে এনিয়ে বচসায় জড়িয়ে পড়েন বহরমপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী।

রাজ্য পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে অধীর চৌধুরী জানান, এগুলো সব কেন্দ্রীয় সরকারের দেওয়া গাড়ি। এছাড়া রাজ্য সরকার একটি গাড়ি দেয়। এটা নিরাপত্তার প্রশ্ন। তা সত্ত্বেও পুলিশ তাঁর কনভয় আটকাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *