স্বাস্থ্যভবনের সঙ্গে বৈঠকে ‘হতাশ’! ‘বৃহত্তর’ আন্দোলনের পথে আন্দোলনকারী চিকিৎসকেরা

কলকাতা: পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত গোটা দেশ৷ প্রতিবাদ চলছে আরজি করে৷ বুধবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলির সিদ্ধান্ত বাতিল-সহ চার দফা দাবি…

swasthya dr

কলকাতা: পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত গোটা দেশ৷ প্রতিবাদ চলছে আরজি করে৷ বুধবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলির সিদ্ধান্ত বাতিল-সহ চার দফা দাবি জানিয়ে স্বাস্থ্য ভবনে  ডেপুটেশন দেন জুনিয়র ডাক্তাররা৷ দুপুর আড়াইটে থেকে প্রায় সাড়ে চারটে পর্যন্ত স্বাস্থ্য ভবনে বৈঠক করেন তাঁরা৷  কিন্তু মিলল না রফা সূত্র৷  বৈঠকে তাঁরা ‘হতাশ’৷ এমনটাই জানালেন আন্দোলনকারী চিকিৎসকেরা৷

বৈঠকে ইতিবাচক কোনও সমাধান মেলেনি৷ স্বাস্থ্য ভবন থেকে বেরিয়েই তা স্পষ্ট করে দেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, তাঁদের দাবি মানতে গড়িমসি করছে স্বাস্থ্য দফতর৷ আন্দোলনারীদের কথায়, ‘‘আমরা প্রথম দিন থেকেই স্বাস্থ্য ভবনের কাছে বেশ কয়েকটা দাবি জানিয়ে আসছি। এখানে আমরা বিচার চাইতে আসিনি। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। আমরা স্বাস্থ্য ভবনে এসেছিলাম নির্দিষ্ট কিছু দাবি নিয়ে। আমরা এক ঘণ্টার সময়সীমা বেঁধে  দিয়েছিলাম। কিন্তু ওঁরা মৌখিক ভাবে জানিয়েছেন বিষয়টা ভেবে দেখা হবে। কোনও আশ্বাস আমরা পাইনি। ফলে আমাদের আন্দোলন চলবে।’’

উল্লেখ্য, আরজি কর থেকে ইস্তফা দেওয়ার পরই সন্দীপকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়। যদিও কলকাতা হাই কোর্টের নির্দেশে লম্বা ছুটিতে গিয়েছেন তিনি৷ এদিকে, ভাঙচুরের ঘটনার পর থেকেই আরজি কর মেডিক্যাল কলেজের বর্তমান অধ্যক্ষ সুহৃতা পালের দেখা নেই৷ তিনি হাসপাতালে আসছেন না। তাঁর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। তাঁকে অপসারণ করা হোক বলেও দাবি উঠেছে। ঘটনার রাতে যাঁরা পদে ছিলেন, তাঁদের অপসারণের দাবিতেও এককাট্টা আন্দোলনকারীরা৷