টেট উত্তীর্ণদের ওপর পুলিশি ‘অত্যাচার’, প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

টেট উত্তীর্ণদের ওপর পুলিশি ‘অত্যাচার’, প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

076635a6ccf97a19495d23a793d23549

কলকাতা: সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক টেট উত্তীর্ণদের আন্দোলন বন্ধ করতে বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশি অতিসক্রিয়তা দেখা গিয়েছে। আমরণ অনশনে বসেছিলেন ২০১৪ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা৷ প্রশাসনের তরফে বারবার তাঁদের সতর্ক করা হচ্ছিল৷ অবস্থান থেকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বিধাননগর পুলিশের পক্ষ থেকেও৷ সেই অনুরোধে কাজ না হওয়ায় তাঁদের ‘জোর করে’ অবস্থান থেকে তুলে দেয় পুলিশ। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। একই সঙ্গে ঘটনার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে তারা।

আরও পড়ুন- নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত… ‘ডু অর ডাই’ বলছেন চাকরিপ্রার্থীরা

সংগঠনের পক্ষ থেকে রাজ্য সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, কলকাতার করুণাময়ীতে প্রাথমিক টেট উত্তীর্ণদের আন্দোলনের ওপর পুলিশি নিপীড়নের প্রতিবাদ জানিয়ে তারা আগামী ৫ নভেম্বর মিছিলের ডাক দিয়েছেন। ওই দিন দুপুর ১২ টায় সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে সমস্ত আন্দোলনকারীদের নিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে রাজ্যের সকল শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবক সহ শিক্ষানুরাগী ব্যক্তিদের সেই মিছিলে যোগদানের জন্য আহ্বান জানান হয়েছে তাদের তরফে।

পাশাপাশি তিনি দাবি জানিয়েছেন, অবৈধভাবে যত নিয়োগ হয়েছে সেগুলিকে বাতিল করে অবিলম্বে সমস্ত যোগ্যদের নিয়োগ করতে হবে। দুর্নীতির সঙ্গে যুক্ত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যতদিন না তাদের দাবি পূরণ হয় ততদিন এই আন্দোলন আরও তীব্রতর হবে। আগামী ৫ নভেম্বর বিক্ষোভ-মিছিলে সমস্ত আন্দোলনকারীদের আহ্বান জানানো হয়েছে সংগঠনের তরফে। নবম থেকে দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, রাজ্য সরকারি কর্মচারীদের সবাইকে আহ্বান জানানো হয়েছে। সামগ্রিকভাবে নিয়োগের দাবিতে এই আন্দোলন কর্মসূচি। শুধুমাত্র ২০১৪ টেট-এর বিষয়ে নয়। সবার নিয়োগের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। বহু চাকরিপ্রার্থী এই আন্দোলনে সামিল হবেন। উপস্থিত থাকবেন শিক্ষক, শিক্ষা কর্মী, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, আশা সংগঠনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *