তীব্র জলকষ্টে ভুগছে শিলিগুড়ি, মেয়রকে দেখেই ‘চোর’ স্লোগান বামেদের, আটকানো হল গাড়ি

শিলিগুড়ি: প্রবল গরম৷ তার উপর জলকষ্ট৷ জলের অভাবে ভুগছে শিলিগুড়ি পুরসভার মানুষ৷ পানীয় জলের সঙ্কট মেটানোর দাবিতে পথে নেমেছে বামেরা। মেয়র গৌতম দেবের গাড়ি আটকে…

শিলিগুড়ি: প্রবল গরম৷ তার উপর জলকষ্ট৷ জলের অভাবে ভুগছে শিলিগুড়ি পুরসভার মানুষ৷ পানীয় জলের সঙ্কট মেটানোর দাবিতে পথে নেমেছে বামেরা। মেয়র গৌতম দেবের গাড়ি আটকে প্রতিবাদ জানান তারা। তাঁকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান ওঠে। অন্য গাড়িতে এলাকা ছাড়তে বাধ্য হন মেয়র এবং ডেপুটি মেয়র।

 

বুধবার মেয়র নিজে ঘোষণা করেছিলেনযে, শিলিগুড়ি পুরসভা থেকে যে জল সরবরাহ করা হয়, তা খাওয়ার উপযোগী নয়৷ আগামী কয়েক দিনের জন্য এই জল পানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। মেয়র জানিয়েছিলেন, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত পুরনিগমের সরবরাহ করা পানীয় জল পান করা যাবে না। কারণ হল জলের গুণগত মান৷ বিকল্প বন্দোবস্ত হিসাবে জলের পাউচ বিলি শুরু হয় শহর জুড়ে।

 

২৬টি পানীয় জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হবে বলেও পুরসভার তরফে জানানো হয়েছিল। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি৷ বুধবার শহরজুড়ে দেখা যায় পানীয় জলের হাহাকার৷ বৃহস্পতিবার সেই প্রতিবাদেই পথে নামেন বামেরা। সিপিএম এবং এসইউসিআই এক়যোগে শিলিগুড়ি পুরসভায় বিক্ষোভ দেখায়৷ সেই আন্দোলনের অংশ ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যও।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *