calcutta high court
কলকাতা: নিয়োগের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালাচ্ছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা৷ হাই কোর্টের দুয়ারে চক্কর কাটতে কাটতে তাঁরা ক্লান্ত৷ মঙ্গলবার এই মামলার শুনানি ছিল বিচারপতি সৌমেন সেনের এজলাসে। নিয়োগের নির্দেশ দেওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু, আচমকাই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি৷ বিচারপতি সেন মামলা থেকে সরতেই বিক্ষোভ শুরু হাই কোর্টে৷ চাকরির দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এই মামলা থেকে সৌমেন সেন সরে দাঁড়ানোয় ফের অন্ধকারের চাকরিপ্রার্থীরা।
এদিকে, বিক্ষোভ শুরু হতেই চাকরিপ্রার্থীদের সরাতে তৎপর হয়ে ওঠে পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি৷ রাস্তায় শুয়ে পড়েন অনেকে৷ এর আগে একাধিকবার বিকাশ ভবন, আচার্য সদনের সামনেও বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। বারবার উত্তপ্ত হয়েছে সল্টলেক করুণাময়ী চত্বর৷ এবার আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল হাই কোর্ট চত্বরে৷
উচ্চ প্রাথমিকের এক চাকরিপ্রার্থী সুশান্ত ঘোষ বলেন, ‘‘আমরা বিচারের অপেক্ষায়৷ অন্যায় ভাবে আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। দীর্ঘ দিন ধরে আদালতে মামলাটা বিচারাধীন রয়েছে। বিচারপতি সেনের এজলাসে শুনানি প্রায় শেষের দিকে ছিল। আর দু’চার দিনের মধ্যে শুনানি শেষ হয়ে যেত। এই অবস্থায় বিচারপতি সেন মামলা থেকে সরে গেলেন। বিচারপতিদের সংঘাতের ফলে আমাদের ভুগতে হবে৷’’