বনগাঁ: কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৫ জন। এই ঘটনার প্রতিবাদ করে সারা বাংলায় আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এক জনসভায় তিনি ঘোষণা করেছেন যে আগামীকাল রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে কালোব্যাজ করে মিছিল হবে এই ঘটনার প্রতিবাদে। একইসঙ্গে তিনি নিজে আগামীকাল ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন মমতা। শীতলকুচির এই ঘটনায় ইতিমধ্যেই ফের একবার বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি। একইসঙ্গে পদত্যাগ চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
এদিন বনগাঁ দক্ষিণের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা শীতলকুচির ঘটনা নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে এবং ভোটারদের মেরেছে। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল সারা বাংলা জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন যে জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে কালো ব্যাজ পড়ে মিছিল বের হবে এবং তিনি আগামীকাল নিজে ঘটনাস্থলে যাবেন। একই সঙ্গে তিনি এই ঘটনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। এই প্রেক্ষিতে মমতা দাবি করেন যে পঞ্চায়েত নির্বাচনের সময়ও এত লোক মারা যায়নি যা এবার নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে ভোট চলাকালীন মারা গেল। চার দফার নির্বাচনে মিলিয়ে কমপক্ষে কুড়ি জন মারা গেছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে তিনি আজকের দাবি করে বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলা ভোটারদের এবং সাধারণ পুরুষ ভোটারদের ভয় দেখাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং বিজেপিকে ভোট দেওয়ার জন্য জোর করছে তারা। যদিও বিষয়টি আরো একবার স্পষ্ট করে দিয়ে মমতার বক্তব্য, তিনি মোটেই কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করছেন না কিন্তু তিনি দাবি করছেন যে বিজেপির নির্দেশে তারা এই ধরনের কাজ করছে।