‘দাদাগিরি মানছি না’, কল্যাণের বিরুদ্ধে পোস্টার-স্লোগান হাইকোর্টে

‘দাদাগিরি মানছি না’, কল্যাণের বিরুদ্ধে পোস্টার-স্লোগান হাইকোর্টে

কলকাতা: আইনজীবী তথা তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে বিক্ষোভ দেখালেন আইনজীবীদের একাংশ। ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি ও সিন্ডিকেট রাজ নিপাত যাক’, এই দাবি নিয়ে পোস্টার দেখান আইনজীবীরা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে স্লোগান তোলেন তারা। বিগত কিছুদিন ধরে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। একে তো দলীয় কোন্দলে তাঁকে নিশানা করা হচ্ছে, অন্যদিকে শ্রীরামপুর, রিষড়ায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শিত হয়। এবার হাইকোর্টে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ।

কল্যাণের বিরুদ্ধে যে ঝড় উঠেছে তা যেন থামতেই চাইছে না। জায়গায় জায়গায় বিক্ষোভ, কুশপুতুল পোড়ানো হচ্ছিল, এবার হাইকোর্টেও উঠল তাঁর বিরুদ্ধে স্লোগান, পড়ল পোস্টার। এবার কোনও তৃণমূল কর্মী বা সাধারণ মানুষ নন, বিক্ষোভ দেখালেন কালো কোট পরা আইনজীবীরাই। কেউ পোস্টার দিলেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাদাগিরি মানছি না’, আবার কেউ লিখলেন, ‘দুর্নীতি ও সিন্ডিকেট রাজ নিপাত যাক’। পাশাপাশি স্লোগান তোলা হল, ‘মাতাল তোমায় জানতে হবে, আগামীতে মানতে হবে’। মূলত কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যা যা বলেছেন, তারই বিরোধিতায় এই ঘটনা। ইতিমধ্যেই, শ্রীরামপুরে ‘নতুন সাংসদ চাই’ বলে পোস্টার পড়ে গিয়েছে। আর আজ আবার আদালতের সামনে এই বিক্ষোভ প্রদর্শন।

আসলে ভোট পিছানো সম্পর্কে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যক্তিগত মতামত’ নিয়ে তোপ দাগার পর থেকেই বিতর্কের সূত্রপাত কল্যাণকে নিয়ে। একদিকে অভিষেকের বক্তব্যকে সমর্থন করে যেমন পোস্ট করেছেন স্থানীয় নেতারা। তেমনই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেও পোস্ট করেছেন তাঁর অনুগামীরা৷ সব মিলিয়ে দ্বন্দ্ব বহাল আপাতত। যদিও দলের শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে। সংঘাত রুখতে ময়দানে নামেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ সাংবাদিক বৈঠক করে দলীয় নেতাদের রীতিমতো হুঁশিয়ারি দেন তিনি৷ এর পরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতারা সকলেই মুখে কুলুপ এঁটেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =