বর্ধমান: কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আবার উত্তাপ ছড়াল ভোটের দিন। এবার স্থান বর্ধমান দক্ষিণ। অভিযোগ, বিজেপি প্রার্থী কিছু বহিরাগতদের এনে বুথে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করছিলেন। মহিলারা সেই ব্যাপারে রুখে দাঁড়ানোয় কেন্দ্রীয় বাহিনী তাদের ‘মারধর’ করে! এমনকি ‘লাশ ফেলে দেব’ বলে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলছেন ঐ মহিলারা।
জানা গিয়েছে, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হলেও দুপুরে হঠাৎ বিজেপি প্রার্থী কিছু বহিরাগতকে নিয়ে এসে বুথে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করে। তখন মহিলারা এর প্রতিবাদ জানালে তাদের শাড়ি ধরে টানে কেন্দ্রীয় বাহিনী, মারধর করা হয় বলেও অভিযোগ! এমনকি পুলিশ তাদের হুমকি পর্যন্ত দিয়েছে বলেও অভিযোগ উঠছে। তাদের বক্তব্য, বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী তাদের মারধর করেছে। এই কারণে তারা বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রসঙ্গত, এদিন সকালেই তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ইট ছড়াছড়ি থেকে শুরু করে পতাকা ছিঁড়ে ফেলার মত ঘটনা ঘটেছে সেখানে। আজ ভোটের দিন সকাল থেকেই ওই এলাকায় থমথমে ছিল। পরবর্তী ক্ষেত্রে দুই রাজনৈতিক দলের সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করে।