হাওড়া: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। সাঁতরাগাছি কারশেডের কাছে মালপত্র ভর্তি ট্রলিতে ধাক্কা দুরন্ত গতিতে ছুটে আসা আপ ইস্টকোস্ট এক্সপ্রেসের। ট্রলি ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচলেন রেলকর্মীরা। দুর্ঘটনার জেরে আধঘন্টার বেশি সময় পরে ইঞ্জিন বদল করে আবার যাত্রা শুরু ইস্টকোস্ট এক্সপ্রেস। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাঁতরাগাছি স্টেশনে৷ কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন বেলা প্রায় সাড়ে ১২টা নাগাদ সাঁতরাগাছি কারশেডের ভেতর থেকে কিছু মালপত্র নিয়ে একটি ব্যাটারি চালিত ট্রাক রেললাইন পার হওয়ার সময়ে আপ লাইনের রেলওয়ে ট্র্যাকের ওপরেই খারাপ হয়ে যায়। ওই ট্রাকের সঙ্গে থাকা রেলকর্মীরা অনেক চেষ্টা করেও ট্রাকটিকে রেললাইন থেকে সরাতে পারেননি। সেই সময়ে আপ লাইনে ছুটে আসছিল ইস্টকোস্ট এক্সপ্রেস। নিজেদের প্রাণ বাঁচাতে রেলকর্মীরা গাড়িটিকে ছেড়ে দিয়ে নিজেরা সরে যান। এক্সপ্রেস ট্রেনটি ব্যাটারি ট্রাকটিকে ধাক্কা মারলে সেটি ইঞ্জিনের সাথে আটকে যায়। কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে যায় ইস্টকোস্ট এক্সপ্রেস।
সেখানে গ্যাসকাটার দিয়ে কেটে ইঞ্জিনের সঙ্গে আটকে যাওয়া ট্রাকটিকে বার করা হয়৷ নতুন ইঞ্জিন লাগিয়ে প্রায় ৩৫মিনিট পরে ইস্টকোস্ট এক্সপ্রেস আবার যাত্রা শুরু করে। তবে ঘটনায় কয়েকজল অল্প আহত হয়েছেন বলে সূত্রের খবর৷ লাইনে ট্রাক খারাপ হয়ে যাওয়ার খবর কেন ট্রেনের চালকের কাছে সঠিক সময়ে পৌঁছাল না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রেল পুলিশের পদস্থ কর্তারা৷