পৃথক রাজ্যের দাবি তোলা গুরুংদের জোটে ‘ভাঙন’, আন্দোলন শুরুর আগেই চাপ

পৃথক রাজ্যের দাবি তোলা গুরুংদের জোটে ‘ভাঙন’, আন্দোলন শুরুর আগেই চাপ

problem

শিলিগুড়ি: উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা করার দাবি, আর সেই দাবিতেই একাধিক সংগঠন একজোট হয়েছিল। এই আন্দোলনের মূল নেতা বিমল গুরুং। কিন্তু এখন জানা গেল, পৃথক রাজ্য ইস্যুতে গঠিত জোটে ভাঙন লেগেছে শুরুতেই। একটি বিষয় নিয়ে সংগঠনগুলির অন্দরে মতানৈক্য চরমে, শুরু হয়েছে বিবাদও। এই অবস্থায় দাঁড়িয়ে এই জোটের ভবিষ্যৎ কী, তা অজানা।

পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে যে মঞ্চ তৈরি হবে তার নামকরণ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এই ইস্যুতে বিমল গুরুংদের সিদ্ধান্তে ক্ষিপ্ত কয়েকটি সংগঠন। তাই কেপিপি, জেসিপিএ-র মতো দল গুরুংদের পাশ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি গোর্খা জনমুক্তি মোর্চা সহ ন’টি সংগঠনের শেষ বৈঠক হয়েছিল এই ইস্যুকে কেন্দ্র করে। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল মঞ্চের যে নামই রাখা হোক না কেন, উত্তরবঙ্গ বা নর্থ-বেঙ্গল শব্দটি রাখতে হবে। কিন্তু বিমল গুরুংরা সেই দাবিকে মান্যতা না দিয়েই মঞ্চের নাম রাখে ‘ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট’। এতেই বেড়েছে বিরোধ। 

এখনও ঠিকভাবে এই ইস্যুতে আন্দোলন শুরু হয়নি। তার আগেই এই মতবিরোধী এবং দ্বন্দ্ব জোটের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে প্রশ্ন। উত্তরবঙ্গ রাজ্যের দাবির আন্দোলন সফল হওয়া তো দূর, আদতে সঠিকভাবে শুরু করা যাবে কিনা, তা নিয়েও ধন্দ।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *