‘ভোটে হেরেছি ঠিকই, দায়িত্ববোধ বিন্দুমাত্র কমেনি’, ফের ময়দানে প্রিয়াঙ্কা

‘ভোটে হেরেছি ঠিকই, দায়িত্ববোধ বিন্দুমাত্র কমেনি’, ফের ময়দানে প্রিয়াঙ্কা

কলকাতা:  ভবানীপুর উপনির্বাচনে ৫৮ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন তিনি৷  ভবানীপুরে নন্দীগ্রামের পুনরাবৃত্তির হুঙ্কার দেওয়া প্রিয়াঙ্কা ও তাঁর দল ধুয়েমুছে সাফ৷ কিন্তু ভোটের ফল যাই হোক, হার মানতে নারাজ প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ ভোটের ফলাফল প্রকাশের পর হিংসা রুখতে ইতিমধ্যেই তিনি চিঠি পাঠিয়েছেন প্রধান বিচারপতি, রাজ্যপাল ও পুলিশ কমিশনারের কাছে৷ পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন, নির্বাচনের পর কোনও কর্মী কোনওরকম সমস্যায় পড়লে যেন তাঁর সঙ্গে যোগাযোগ করেন৷ 

আরও পড়ুন- ‘অশুভ শক্তি ধ্বংস করবে মাতৃশক্তি’, বিজেপি বিধায়কের মুখে মমতা বন্দনা

প্রিয়াঙ্কা লেখেন, আমি ভোটে হেরে যেতে পারি৷ কিন্তু আমার দায়িত্ব বিন্দুমাত্র কমেনি৷ মানুষের জন্য আমি কাজ করে যাব৷ ভবানীপুরের বিজেপি প্রার্থী আরও লিখেছেন, ‘‘আমি প্রধান বিচারপতি, রাজ্যপাল ও পুলিশ কমিশনার, ডিসি সাউথকে চিঠি লিখেছি৷ ভোটের ফল প্রকাশের পর যাতে কোনও রকম হিংসার পরিস্থিতি তৈরি না হয়, সে দিকে নজর দেওয়ার জন্য আবেদন জানিয়েছি। একজন বিজেপি কর্মীও যেন তৃণমূলের হিংসার শিকার না হন৷ তাঁরা মুখ্যসচিবকে এ বিষেয়ে জানিয়েছেন। এরপরও কেউ কোনও রকম সমস্যার মুখোমুখি হলে আমাকে জানাবেন। আমি ভোটে হেরে গিয়েছি ঠিকই। তবে আমার মানুষের প্রতি দায়িত্ববোধ বিন্দুমাত্র কমেনি। আমি মানুষের জন্য কাজ করে যাব।’ 

প্রসঙ্গত, বিজেপি’র হয়ে বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলা লড়ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ ৩ অক্টোবর ভবানীপুর উপনির্বাচনে ভোট গণনা শুরু হওয়ার আগেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি লিখে হিংসার আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কা। পরাজিত হওয়ার পর কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন৷ সেই সঙ্গে তৃণমূল নেত্রীকে অভিনন্দনও জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই সঙ্গে পরাজিত হওয়ার পরেই প্রশাসনের সর্বস্তরে চিঠি পাঠান বিজেপি প্রার্থী৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + ten =