‘বাচ্চা মেয়ে হলে এত ভয় কীসের?’ প্রচারে নেমে একহাত নিলেন প্রিয়াঙ্কা

‘বাচ্চা মেয়ে হলে এত ভয় কীসের?’ প্রচারে নেমে একহাত নিলেন প্রিয়াঙ্কা

কলকাতা:  ভবানীপুরে প্রচার ঘিরে সাজোসাজো রব৷ জোড় কদমে প্রচারে নেমেছে দুই শিবির৷ এদিকে বুধবার বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ঘিরে উঠল জয় বাংলা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান৷ পাল্টা দিলেন প্রিয়াঙ্কাও৷ 

আরও পড়ুন- ন’বছর পর অবশেষে কার্টুন মামলায় আংশিক ছাড় পেলেন অম্বিকেশ মহাপাত্র

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি’র প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ আজ সকালে যদুবাবুর বাজার থেকে প্রচার শুরু করেন প্রিয়ঙ্কা। দেবেন্দ্র ঘোষ রোডে প্রচার চলাকালীন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের সামনে কয়েকজন তৃণমূল সমর্থক তাঁকে দেখে ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন৷ এর পরেই কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, ‘বাচ্চা মেয়ে হলে এত ভয় কেন?’ তিনি আরও বলেন, একজন স্লোগান তুলে ২০জনকে বলছে ভিতের ঢুকে যাও৷ দেখবে না৷ কিন্তু উৎসাহ নিয়ে তৃণমূলের কর্মীরা দৌড়ে দৌড়ে আসছে আমাকে দেখতে৷ এটা থেকেই বোঝা যাচ্ছে, তৃণমূলের লোকেরাও আমাকে পছন্দ করছে৷

এদিকে, ঢাক-ঢোল বাজিয়ে  অটো নিয়ে প্রচারের অনুমতি নেই জানিয়ে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রচারে বাধা দেয় পুলিশ। অন্যদিকে, বৃষ্টি ভেজা সকাল থেকে প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিমও৷ পরিবহণমন্ত্রীর কথায়, স্লোগান মানুষের গণতান্ত্রিক অধিকার৷ ভবানীপুরে ভোটের ফল কী হবে, তা সকলেরই জানা৷ 

আরও পড়ুন- পুজোর মরশুমে সুখবর! আজ থেকে শুরু হচ্ছে ‘দুয়ারে রেশন’

উল্লেখ্য, ভবানীপুরের ভোট নিয়ে উত্তেজনার পারদ চড়ছে৷ শুরু হয়েছে বাগযুদ্ধ৷ গতকাল তোপ দেগে প্রিয়াঙ্কা বলেছিলেন,  ‘‘আমি একটা টাকা খাই না৷ যদি বিধায়ক হয়ে আসি তাহলে খেতেও দেব না৷ টুইটারে তৃণমূল আমাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে৷ বলছে, দিদির কাছে গাড়ি নেই, বাড়ি নেই৷ শুধু শাড়ি আর হাওয়াই চটি পরে ঘোরেন৷’’ কটাক্ষ করে বিজেপি প্রার্থী আরও বলেন, ‘‘কী করে থাকবে? ওঁর অনেক ভাই আছে৷ তাঁদের নামেই সব কিছু আছে৷ ওঁরা বলছে, প্রিয়াঙ্কার কাছ ৩ কোটি টাকার সম্পত্তি আছে৷ আরে আমি শিক্ষিত মানুষ৷ ৪০ শতাংশ কর দিয়ে কামিয়েছি৷ ১৮ বছর বয়স থেকে কাজ করছি৷ সে জন্যই আছে৷’’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =