কলকাতা: তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল। তিনি অভিযোগ করেছেন যে মদন মিত্র বুথ দখলের চেষ্টা করছেন। ভোটিং মেশিন বন্ধ করেছেন বলেও গুরুতর অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা। যদিও ভবানীপুরের এই মহাযুদ্ধে মদন মিত্র কোথায় তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। কারণ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা এবং তাঁর এজেন্টের কথা সম্পূর্ণ ভিন্ন।
একদিকে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল দাবি করেছেন যে মদন মিত্র বুথ দখলের চেষ্টা করেছেন সকাল থেকে। এদিকে তাঁরই এজেন্ট সজল ঘোষের দাবি, মদন মিত্র এখনো ঘুমিয়ে আছেন, ঘুম ভাঙলে কী হবে সেটা বলা মুশকিল! অতএব একজন ব্যক্তিকে নিয়ে দুজনের ভিন্ন বক্তব্য, কৌতুহল আরো বাড়িয়ে দিয়েছে ভবানীপুরের উপ নির্বাচন নিয়ে। প্রিয়াঙ্কা যাই বলুন না কেন, তাঁর এজেন্ট স্পষ্ট দাবি করেছেন যে সকাল থেকে এখনো পর্যন্ত ভোট ঠিকঠাক হচ্ছে ভবানীপুরে। তবে মদন মিত্র ঘুম ভাঙলে কী হবে তা তিনি জানেন না, এভাবেই কটাক্ষ করেন প্রিয়াঙ্কার এজেন্ট।
আরও পড়ুন- নজরে মিত্র ইনস্টিটিউশন, কখন ভোট দিতে আসবেন মমতা-অভিষেক?
অন্যদিকে আবার প্রিয়াঙ্কা ভোট শুরু হতেই ১২৬ নম্বর বুথ জ্যামের অভিযোগ তুলেছিলেন। ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগও করেছিলেন তিনি। ভবানীপুরে গুরুদ্বারের সামনে জমায়েতের অভিযোগ উঠেছে৷ খোলা ছিল বেশ কিছু দোকানও৷ গুরুদ্বারের সামনে ১৪৪ লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ প্রিয়াঙ্কা বলেন, ১৪৪ ধারা কার্যকর করার দায়িত্ব তো পুলিশেরই৷ কী ভাবে আপনারা দাঁড়িয়ে আছেন? কী ভাবে সব ধাবা খোলা আছে? কেন বন্ধ করাচ্ছেন না? কেন এত মানুষ একসঙ্গে ঘুরছে? ১৪৪ ধারা যখন লাগু রয়েছে, তখন পুলিশের পদক্ষেপ করা উচিত ছিল৷