হাতেনাতে ভুয়ো ভোটার ধরলে প্রিয়াঙ্কা, খালসা স্কুলের বুথে চরম উত্তেজনা

হাতেনাতে ভুয়ো ভোটার ধরলে প্রিয়াঙ্কা, খালসা স্কুলের বুথে চরম উত্তেজনা

কলকাতা:  ভবানীপুরে খালসা স্কুলের বুথে চরম উত্তেজনা৷ হাতে নাতে ভুয়ো ভোটার ধরলেন খোদ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ অভিযোগ, তৃণমূল ভুয়ো ভোটার পাঠিয়ে ছাপ্পা ভোট দিচ্ছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল৷ তাঁদের পাল্টা অভিযোগ, ভুয়ো ভোটার এনে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি৷ 

আরও পড়ুন- বুথে লক্ষ্মীর ভাণ্ডারের পোস্টার! কমিশনে গেল বিজেপি

এদিন খালসা স্কুলে ভুয়ো ভোটারকে হাতে নাতে ধরা পড়ার পর প্রিয়াঙ্কা বলেন, সত্যি ভোটার হয়ে থাকলে তাঁর কাছে একটা হলেও প্রমাণ থাকবে৷ অভিযোগ, কোনও রকম প্রমাণ ছাড়াই বুথে ঢুকে ভোট দিচ্ছিল ওই যুবক৷ অভিযুক্ত যুবক বলেন, তাঁর বাড়ি বাঁশদ্রোনী৷ উনি বুঝতে পারেননি৷ ফোন করে বাড়ি থেকে ভোটার কার্ড আনাচ্ছেন৷ এরই মধ্যে শুরু হয় বচসা৷ ওই যুবক স্কুলের ছাত্র কিনা, তাও জানতে চাওয়া হয়৷ এরই মধ্যে ছুটি পালানোর চেষ্টা করে সে৷ তাঁর পিছনে চোর চোর বলে চিৎকার করে ছোটেন প্রিয়াঙ্কাও৷ পরে ওই যুবককে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে৷ এদিকে তৃণমূলের পাল্টা দাবি, ওই যুবকের কাছে সবরকম কাগজ ছিল। তারপরও ইচ্ছা করে পরিস্থিতি উত্তপ্ত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 15 =