কলকাতা: আর কিছুক্ষণের অপেক্ষা৷ ৮টা বাজলেই শুরু হয়ে যাবে হাইভোল্টেজ ভবানীপুরে ভোট গণনা৷ ইতিমধ্যেই গণনা কেন্দ্রে এসে পৌঁছেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ শাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলে হবে ভোট গণনা৷ মোট ২১ রাউন্ড গণনা হবে৷
আরও পড়ুন –ফল প্রকাশের পর হিংসা রুখতে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি প্রিয়াঙ্কার
এদিন সকালে ভোট কেন্দ্রে পৌঁছে প্রিয়াঙ্কা বলেন, ‘‘মানুষ কী রায় দিয়েছে আমরা তা দেখতেই পারব৷ আমি আমার পরীক্ষা দিয়েছে৷ পুরোদমে পড়াশোনা করেই পরীক্ষা দিয়েছে৷ এবার মাস্টারমশাইরা চিটিং করলে কিছু করার নেই৷ পোলিং এজেন্টরা ছাপ্পা ভোটে অনুমতি দিয়েছে৷ তাই আর নতুন করে কিছু বলার নেই৷ সব কিছু ভালো হবে আশা করছি৷ ’
এদিন সাড়ে ছটা থেকে পৌনে সাতটার ভিতরেই গণনা কেন্দ্রের বাইরে পৌঁছে যান প্রিয়াঙ্কা টিরবেওয়াল৷ নিজের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী প্রিয়াঙ্কা৷ তবে শেষ মুহূর্তেও ছাপ্পা ভোটের অভিযোগ করলেন বিজেপি প্রার্থী৷ এদিকে গণনা কেন্দ্রে সকালেই পৌঁছন ফিরহাদ হাকিমও৷ বাইরে থেকে বেশ কিছুক্ষণ পরিস্থিতি দেখেন তিনি৷ এজেন্টদের উৎসাহিতও করেন৷ পৌঁছে গিয়েছেন তৃণমূল, বিজেপি ও সিপিএমের এজেন্টরা৷ এখানে লড়াই ত্রিমুখী৷ তৃণমূলের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস৷