দু’কাঁধে ব্যাগ ঝুলিয়ে রাত্রিবেলা CGO-তে হাজির বালু-কন্যা, কিন্তু কেন?

দু’কাঁধে ব্যাগ ঝুলিয়ে রাত্রিবেলা CGO-তে হাজির বালু-কন্যা, কিন্তু কেন?

priyadarshini 

কলকাতা: বেসরকারি হাসপাতাল থেকে ছুটি হতেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে হেফাজতে নেয় ইডি৷ আপাতত সিজিও কমপ্লেক্স ইডি-র দফতরে রয়েছেন বালু৷ সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ বুধবার আদালতের নির্দেশে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। যদিও বালুর দায়িত্ব নিতে ইচ্ছুক নয় তারা। হাই কোর্টেও গিয়েছে কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিকে, মন্ত্রীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁকে হালকা খাবার দেওয়া হচ্ছে। সকালে চা, দুপুরে নিরামিষ তরকারির সঙ্গে রুটি-ভাত৷ এরই মধ্যে বুধবার রাতে বাবার জন্য খাবার নিয়ে হাজির বালু-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। 

সূত্রের খবর, রাতে বাড়ি থেকে আসা খাবারই খাচ্ছেন মন্ত্রী। এরপর  চারটি ওষুধ খেতে হয় তাঁকে। গতকাল রাতে প্রিয়দর্শিনীকে দেখা যায় দু’কাধে ব্যাগ ঝুলিয়ে সিজিও কমপ্লেক্সে ঢুকতে৷ পরে জানা যায় বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়েই এসেছিলেন তিনি।  প্রসঙ্গত,  গত ৩০ অক্টোবর রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =