বন্ধ বেসরকারি স্কুল শিক্ষকদের বেতন, রাজ্যের হস্তক্ষেপ চেয়ে চিঠি

বন্ধ বেসরকারি স্কুল শিক্ষকদের বেতন, রাজ্যের হস্তক্ষেপ চেয়ে চিঠি

কলকাতা:  সারা দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার আগে থেকেই বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত সরকারি ও  বেসরকারি স্কুলগুলি৷ অভিযোগ, এই পরিস্থিতিতে বেতন পাচ্ছেন না বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা৷ অথচ নিয়মিত অনলাইন ক্লাস নিতে হচ্ছে তাঁদের৷  তৈরি করতে হচ্ছে ভিডিও৷ এর জন্য ভরাতে হচ্ছে নেট প্যাক৷ অথচ মাসের শেষে বেতনের দেখা নেই৷ এই পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দফতরের সচিবকে চিঠি পাঠাল ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশন৷ 

তাঁরা জানান, সারা দেশে লকডাউন শুরু হওয়ার সময় থেকেই বেসরকারি স্কুলগুলিতে বেতন অনিয়মিত হয়ে পড়েছে৷ অনেক স্কুলে বেতন দেওয়া বন্ধ হয়ে গিয়েছে৷ আবার কোনও কোনও স্কুল বেতনের ৫০ থেকে ৭০ শতাংশ কেটে নেওয়া হচ্ছে৷ টিচার্স অ্যাসোসিয়েশনের কথায়, যোগ্যতার ভিত্তিতেই এই চাকরি পেয়েছেন তাঁরা৷ কেউ কেউ অনেক বছর ধরে চাকরি করছেন৷ লকডাউনে স্কুল বন্ধ থাকলেও শিক্ষকতার কাজ কিন্তু থেমে থাকেনি৷ রীতিমতে ক্লাস চলছে অনলাইনে৷ পড়ানোর ভিডিয়ো করে নির্দিষ্ট প্ল্যাটফর্মে তা আপলোড করা হচ্ছে৷ ফলে ইন্টারনেটের খরচও বহুগুণ বেড়ে গিয়েছে৷ এই খরচ বহন করতে হচ্ছে শিক্ষকদেরই৷ কিন্তু মাস গেলে ঠিক মতো বেতন আসছে না তাঁদের হাতে৷ 

ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশনের দাবি, স্কুলগুলি ছাত্রছাত্রীদের থেকে রীতিমতো ফি আদায় করছে৷ পড়ুয়ারাও নির্দিষ্ট দামে স্কুল থেকে বই-খাতা ও অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র কিনছে৷ তা সত্ত্বেও নানা অজুহাতে শিক্ষক-শিক্ষিকাদের বেতনের সিংহভাগ কেটে নেওয়া হচ্ছে বা বকেয়া রাখা হচ্ছে৷ এই অবস্থায় রাজ্য সরকারের স্মরণাপন্ন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশন৷ রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলগুলির সঙ্গে কথা বলে এই সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন তাঁরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + nine =