কলকাতা: এবার থেকে বছরে একবারই বেড ভাড়া বৃদ্ধি করা যাবে। বেসরকারি হাসপাতালের জন্য নতুন করে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন। সেখানে জানান হয়েছে, বছরে একবার ১০ শতাংশ বেড ভাড়া বৃদ্ধি করতে পারবে তারা। মোট চারটি নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য কমিশনের তরফে। তার মধ্যে এটি হল অন্যতম।
আরও পড়ুন- শহরে কালবৈশাখী আসতে আর কতদিন? হাওয়া অফিস দিল বড় ইঙ্গিত
এর আগে কোভিড ইস্যুতে নির্দেশ দেওয়া হয়েছিল যে বেড ভাড়া বৃদ্ধি করা যাবে না। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি বদলে গিয়েছে আগের থেকে তাই সেই নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশ জারি করল স্বাস্থ্য কমিশন। এছাড়াও তারা বেড ভাড়া বৃদ্ধির ব্যাপারে নির্দেশ দেওয়া ছাড়াও জানিয়েছে, হাসপাতালে আইসিইউতে রোগী ভর্তি থাকলে জলের চার্জ আলাদা নেওয়া যাবে না। কেউ যদি প্যাকেজড ড্রিংকিং ওয়াটার খেতে চান তাহলে তার জন্য চার্জ করা যাবে।
একই সঙ্গে স্যালাইন সহ অন্য ওষুধ দিতে চ্যানেল করতে হবে, আলাদা চার্জ নেওয়া যাবে না। এমনই নির্দেশ দেওয়া হয়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ গুলিকে। তবে ক্রিটিক্যাল অবস্থায় ভর্তি থাকা রোগীকে ভেন্টিলেট করা, একমো প্রসিডিউর, ট্রাকিওস্টোমি, এই ধরনের প্রসিডিওরের ক্ষেত্রে আলাদা করে চার্জ তারা নিতে পারবে এমনই বেসরকারি হাসপাতালগুলিকে জানিয়েছে স্বাস্থ্য কমিশন।