Aajbikel

টাকা নেই, অ্যাম্বুলেন্স জোগাড় করতে না পেরে ব্যাগে করে সন্তানের মৃতদেহ নিয়ে এলেন বাবা

 | 
অসীম

 বালুরঘাট: ফের এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল বাংলা৷ লেখা হল এক লজ্জাজনক অধ্যায়৷ বেসরকারি অ্যাম্বুল্যান্সের দাবি মতো টাকার জোগাড় করতে না পেরে, মৃত সন্তানের দেহ ব্যাগে নিয়ে বাড়ি ফিরলেন শোকার্ত বাবা৷ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এই মর্মান্তিক ঘটনায় শোরগোল রাজ্যজুড়ে। রাজ্য সরকারের অক্ষমতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে টুইট করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

 
জানা গিয়েছে, কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙিপাড়া গ্রামের বাসিন্দা অসীম দেবশর্মা যমজ সন্তানের পিতা৷ হঠাৎ করেই তাঁরা অসুস্থ হয়ে পড়ে।  তড়িঘড়ি দুই সন্তানকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করেন তিনি৷ খাদ্যনালীতে সংক্রমণের কারণে শনিবার গভীর রাতে মৃত্যু হয় ৪ মাসের এক সন্তানের। অসীম পেশায় দিনমজুর৷ অভিযোগ, রবিবার দুপুর ১২টা নাগাদ হাসপাতাল থেকে মৃত শিশুকে আনতে গেলে সেখানে সরকারি অ্যাম্বুল্যান্স মেলেনি। বেসরকারি অ্যাম্বুল্যান্স ৮ হাজার টাকা দর হাঁকে৷ অত টাকা অসীমের পক্ষে দেওয়া সম্ভব ছিল না৷ অগত্যা জামাকাপড় ভর্তি ব্যাগে সন্তানকে ভরে বাড়ির পথে রওনা দেন অসহায় বাবা। বাসে করে মৃত সন্তানের দেহ নিয়ে আসেন তিনি৷ 

এই ঘটনা প্রকাশ্যে আসতেই টুইট করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি লেখেন, ‘হতদরিদ্র ব্যক্তি নিজের সন্তানের মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনার জন্য কোনও অ্যাম্বুলেন্স পাননি। তাঁকেই তাঁর সন্তানকে বয়ে নিয়ে আসতে হল ব্যাগে করে। এই হল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার হাল। এই ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার। দুঃখজনক হলেও পশ্চিমবঙ্গের সব জেলায় এটাই বাস্তব।'

সন্তান হারানোর যন্ত্রণা বুকে চেপে ব্যাগের মধ্যে মৃত ছেলের দেহ নিয়ে আসেন অসীম। শিলিগুড়ি থেকে বাসে করে কালিয়াগঞ্জে ফেরেন তিনি৷ অবশেষে স্থানীয় বিজেপি কাউন্সিলরের সহায়তায় অ্যাম্বুল্যান্স জোটে। ততক্ষণে সন্তানহারা শোকে পাথরে পরিণত হয়েছে বাবা। এই মর্মান্তিক ঘটনার কথা তুলে ধরে ট্যুইটে 'এগিয়ে বাংলা' মডেলকে তুলোধোনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক লেখেন, ‘‘দুর্ভাগ্যবশত এটাই 'এগিয়ে বাংলা'র প্রকৃত রূপ!’’ এই ঘটনার পিছনে কার গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

Around The Web

Trending News

You May like