কলকাতা: জেল হেফাজত থেকে নিখোঁজ বন্দির হদিশ পেতে সোমবার কলকাতা হাইকোর্টের অবসরকালীন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল পরিবার। বিচারপতি রবিকৃষ্ণ কপুর ও বিচারপতি কৃষ্ণ রাওয়ের ডিভিশন বেঞ্চে অবিলম্বে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে ওই বন্দি উধাও নিয়ে বিস্তারিত রিপের্ট জমা দিতে নির্দেশ দিয়েছে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে কারা দফতরকে তা আদালতে জমা করতে হবে। আদালতের তরফে জানান হয়েছে, প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকা ওই বন্দির হদিস কেন পাওয়া যাচ্ছে না তা জানাতে হবে।
গত ৬ ডিসেম্বর বাগনান থানা এলাকা থেকে রঞ্জিত ভৌমিক নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে বেআইনি মদ বেচার অভিযোগে গ্রেফতার করে বাগনান থানার পুলিশ। উলুবেরিয়া আদালতে পুলিশ তাকে হাজির করলে আদালত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। মহকুমা সংশোধনাগার থেকে গত ১২ ডিসেম্বর শারীরিক সমস্যার কারণে তাকে স্থানান্তর করা হয় প্রেসিডেন্সি জেলে। গত ২১ ডিসেম্বর উলুবেড়িয়া আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে পরের দিন অর্থাৎ ২২ ডিসেম্বর তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রেসিডেন্সি জেলে যায় পরিবার। কিন্তু অভিযোগ, দীর্ঘক্ষন অপেক্ষা করিয়ে রাখার পরে জেল কর্তৃপক্ষ তাদের জানায় যে, রঞ্জিত ভৌমিককে ২১ ডিসেম্বরই জেল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
পরিবারের প্রশ্ন, আদালতের জামিনের নির্দেশ তাদের কাছে অথচ প্রয়োজনীয় নথি ছাড়া কিভাবে ছেড়ে দেওয়া হলো একজন বন্দিকে। সন্ধান না মেলায় প্রথমে তারা হেস্টিংস থানায় যায়। কিন্তু অভিযোগ না নেওয়ায় ফের তারা আলিপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। কিন্তু এখনও রঞ্জিতবাবুর খোঁজ না পাওয়ায় অবশেষে আদালতের দ্বারস্থ হল পরিবার।