কোনও দিন সকালে শুনব, আমার প্রিন্সিপ্যাল সেক্রেটারিকেও ওঁরা নিয়ে নিয়েছে: মমতা

কোনও দিন সকালে শুনব, আমার প্রিন্সিপ্যাল সেক্রেটারিকেও ওঁরা নিয়ে নিয়েছে: মমতা

f2072ae9d6026942ec8c1f89980bea42

কলকাতা: আইএএস ইস্যুতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার রেড রোডে নেতাজির ১২৫ জন্মজয়ন্তির অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, আইএএস, আইপিএসদের সার্ভিস রুলে কেন্দ্র জোর করে পরিবর্তন আনতে চেয়ে আদতে ফেডারেল স্ট্রাকচার ভাঙার চেষ্টা করছে৷ তবে এই জিনিস তিনি বরদাস্ত করবেন না বলে এদিন নেতাজির পাদদেশে থেকে প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারিও দেন৷

মমতার কথায়, ‘‘কেন্দ্রের বিজেপি সরকার ভাবছে যা খুশি তাই করবে৷ কোনও দিন তো মর্নিংয়ে ঘুম থেকে উঠে দেখা যাবে, আমার প্রিন্সিপ্যাল সেক্রেটারিকেও ওরা ডেকে নিয়েছে (বদলি)৷ আসলে ফেডারেল স্ট্রাকচার ভাঙার চেষ্টা! এই জিনিস আমরা বরদাস্ত করব না৷ নেতাজি যেমন সর্বশক্তি দিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, আমরাও সেভাবেই লড়ব৷’’

আইএএস রুল নিয়ে শনিবার জেলাশাসকদের বৈঠকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যদিও প্রধানমন্ত্রীর ওই বৈঠকে বাংলার কোনও জেলাশাসক অংশ নেননি৷ সেই প্রসঙ্গে রাজ্যের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে গেরুয়া শিবির৷ এদিন রেড রোড থেকে তারই পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের আমলাদের আশ্বস্ত করে বার্তা দিতে চেয়েছেন, ‘‘কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্ত বরদাস্ত করা হবে না৷’

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের দ্বন্দ্ব বারবার সামনে এসেছে। নেতাজির জন্মদিনকে রাজ্য সরকারের জাতীয় ছুটি ঘোষণার দাবিকে আমল দেয়নি কেন্দ্র। নেতাজির তৈরি করা প্ল্যানিং কমিশন তুলে দেওয়া নিয়েও বিভিন্ন সময়ে কেন্দ্রের সমালোচনা করেছেন মমতা। সাম্প্রতির প্রজাতন্ত্র দিবসের অনু্ষ্ঠানে বাংলার পাঠানো নেতাজির ট্যাবলোর প্রস্তাব খারিজ করে কেন্দ্র। সেই নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে ওঠে। অন্যদিকে নেতাজিকে যে কেন্দ্র অবজ্ঞা করেনা সেই বার্তাও বারবার দেওয়া হয়েছে।

এদিন রেড রোড থেকে ফের নেতাজির ছুটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার দাবিতে সরব হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ সাত সকালে এবিষয়ে টুইটও করেন মুখ্যমন্ত্রী৷ তাতে তিনি লেখেন, “আমরা আবার কেন্দ্রীয় সরকারকে আবেদন জানাচ্ছি, নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা হোক যেন সারাদেশ জাতীয় নেতাকে দেশনায়ক দিবস উদযাপনের মাধ্যমে উপযুক্ত শ্রদ্ধা জানাতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *