আজ রাজ্যে প্রধানমন্ত্রীর জোড়া সভা

কলকাতা: কড়া নিরাপত্তায় আজ, শনিবার রাজ্যে দু’টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রথমে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে, সেখান থেকে হেলিকপ্টারে করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী৷ তাঁর সভার জন্য দুই জেলাতেই বিজেপি সমর্থকদের উন্মাদনা তুঙ্গে৷ পাশাপাশি পুলিশ ও প্রশাসনিকস্তরেও ব্যস্ততা চরমে৷ শনিবার দুর্গাপুর শিল্পাঞ্চলের নেহরু স্টেডিয়ামে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সভাস্থল, হেলিপ্যাড থেকে

আজ রাজ্যে প্রধানমন্ত্রীর জোড়া সভা

কলকাতা: কড়া নিরাপত্তায় আজ, শনিবার রাজ্যে দু’টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রথমে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে, সেখান থেকে হেলিকপ্টারে করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী৷ তাঁর সভার জন্য দুই জেলাতেই বিজেপি সমর্থকদের উন্মাদনা তুঙ্গে৷ পাশাপাশি পুলিশ ও প্রশাসনিকস্তরেও ব্যস্ততা চরমে৷

শনিবার দুর্গাপুর শিল্পাঞ্চলের নেহরু স্টেডিয়ামে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সভাস্থল, হেলিপ্যাড থেকে গোটা এলাকাকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে৷ সভাস্থলে যাওয়ার জন্য দুর্গাপুরের বিজন হাইস্কুল থেকে সরিয়ে অ্যালন স্টিল স্টেডিয়ামে হ্যালিপ্যাড গ্রাউন্ড তৈরি করা হয়েছে৷ মোদির সভাস্থল থেকে এই অ্যালন স্টিল স্টেডিয়ামের দূরত্ব কম হওয়ায় এখনে হ্যালিপ্যাড নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়৷ এই স্টেডিয়ামে শুধুমাত্র মোদির একটি চপার নামবে৷ সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে৷ হয়েছে রাস্তা নির্মাণও৷

ওই দিনই ঠাকুরনগরের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তৈরি হচ্ছে হেলিপ্যাড, সভাস্থল৷ কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গোটা ঠাকুরনগর৷ শনিবার ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর সভা৷ তার আগে প্রধানমন্ত্রীর চপার নামার জন্য তৈরি হচ্ছে ৩টি হেলিপ্যাড৷ প্রত্যেকটার দূরত্ব ৬০ মিটার৷ ৩টি হেলিপ্যাডের প্রত্যেকটিতে ১টি করে চপার নামবে৷

মোদির সভার নিরাপত্তার দায়িত্ব থাকছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি৷ দুদিন ধরে দুর্গাপুরের সভাস্থলের নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে এসপিজি-র একটি টিম৷ প্রধানমন্ত্রীর সভার আগে এসপিজি-র আরও নিরাপত্তা বাহিনী আসার সম্ভাবনা রয়েছে৷ তবে সভার নিরাপত্তা সংক্রান্ত তথ্য খোলসা করতে রাজি নয় কেউই৷ এছাড়াও মোদির সভাস্থলে নিরাপত্তা জোরদার করতে থাকছে পর্যাপ্ত পরিমাণে রাজ্য পুলিশ ও সিসিটিভির ব্যবস্থা৷ সভার বাইরে যে দর্শকরা থাকবেন তাঁদের জন্য থাকছে এলসিডি স্ক্রিনের ব্যবস্থা৷

হেলিপ্যাডে নেমে সভাস্থলের দিকে রওনা দেবে প্রধানমন্ত্রীর কনভয়৷ ফায়ার ব্রিগেড, অ্যাম্বুল্যান্স বাদ দিয়ে মোট ৩৪টি গাড়ি থাকবে সেখানে৷ নিরাপত্তারক্ষীদের হাতে থাকবে অত্যাধুনিক ও উন্নতমানের আগ্নেয়াস্ত্র৷ হেলিপ্যাড সংলগ্ন সভাস্থলে কোন পথে যাবেন প্রধানমন্ত্রী? নিরাপত্তার স্বার্থে তা গোপন রাখা হয়েছে৷ নিরাপত্তার নিশ্ছিদ্র ঘেরাটোপে সভাস্থলকে ঘিরে ফেলতে মোতায়েন থাকছে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী ও রাজ্য পুলিশ৷ অন্যদিকে, ঠাকুরবাড়ির সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন একাধিক কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা৷ ঘনবসতিপূর্ণ এলাকায় নরেন্দ্র মোদির সভা৷ এই হাই ভোল্টেজ সভার আগে জোরদার নিরাপত্তার ঘেরাটোপে ঠাকুরনগর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 6 =