কলকাতা: করোনা মোকাবেলা এবার কেন্দ্রের কাছে টাকা চেয়ে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা রুখতে ২৫ হাজার কোটি টাকা অনুদান চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি৷ এছাড়াও কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা ৩৬ হাজার কোটি টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি৷
চিঠিতে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের খবর এক ধাক্কায় বহুগুন বেড়ে গিয়েছে৷ করোনার জেরে একাধিক সামাজিক প্রকল্প ঘোষণা করা হয়েছে৷ ফলে, তাতে রাজ্যের খরচ বেড়েছে৷ ফলে, রাজ্যের উন্নয়নে কেন যেন ২৫ হাজার কোটি টাকা অনুদান দেয়৷ তার কারণ হিসেবে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, করোনার জেরে ফ্রিতে রেশন, চিকিৎসা সরঞ্জাম কেনা সহ পরিকাঠামো তৈরি করতে রাজ্যের খবর বাড়লেও এখনও পর্যন্ত আগে চালু থাকা সামাজিক প্রকল্প ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন, পেনশনে কোনও প্রভাব ফেলেনি৷ রাজ্য তার তহবিল থেকে খরচ করছে৷ কিন্তু, করোনার জেরে বাড়ি খরচ ২৫ হাজার কোটি টাকা রাজ্যতে অনুদান দেওয়া হোক৷
রাজ্য সরকারি কর্মচারীদের বেতন থেকে শুরু করে পেনশন সহ নানা সামাজিক প্রকল্প চালিয়ে যেতে রাজ্য নিজের কোষাগার থেকে করলেও উপার্জন কমছে৷ রাজস্ব অর্থও কমেছে৷ এমনকী, বিভিন্ন থাতে কেন্দ্রের কাছে ৩৬ হাজার কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের৷ ফলে, করোনা পরিস্থিতির মধ্যে অবিলম্বে ওই টাকা মিটিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি৷