তদন্তের খরচ বহনে অপারগ, চিঠি দিয়ে দায় সারল পর্ষদ, প্রাথমিক নিয়োগ দুর্নীতি এবার কোন পথে

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের টাকা দেওয়া সম্ভবপর নয়৷ সেই মর্মে সিবিআই-কে চিঠি দিয়ে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাই কোর্টেও বিষয়টি উল্লেখ করা হবে বলে…

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের টাকা দেওয়া সম্ভবপর নয়৷ সেই মর্মে সিবিআই-কে চিঠি দিয়ে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাই কোর্টেও বিষয়টি উল্লেখ করা হবে বলে পর্ষদ সূত্রে খবর।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ছিল, যে ভাবেই হোক ২০১৪ সালের প্রাথমিকের নষ্ট করা OMR শিটের ডিজিট্যাল কপিগুলোকে উদ্ধার করতে হবে। এর জন্য অলআউট ঝাঁপাতে হবে৷ এর জন্য  প্রয়োজনে বিদেশি সংস্থার সাহায্য নেওয়ার প্রয়োজন হলেও তা নেওয়া যেতে পারে। এবং সেই খরচ রাজ্য সরকার কিংবা প্রাথমিক শিক্ষা পর্ষদকে বহন করতে হবে বলেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তারই প্রেক্ষিতে নিজাম প্যালেসে একটি চিঠি পাঠিয়েছে পর্ষদ। তাতে বলা হয়েছে, তারা এই খরচ বহনে অসমর্থ। প্রয়োজনে হাই কোর্টেও বিষয়টি জানানো হবে।