primary panel
কলকাতা: হাতে গোনা ক’দিন। তার মধ্যেই প্রাথমিক নম্বর বিভাজন সহ বিস্তারিত প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৬ ও ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। একক বেঞ্চের এই রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু তারা ধাক্কা খেল। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ।
একক বেঞ্চের নির্দেশ মেনে আগামী ৩ নভেম্বর মধ্যেই প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। দু’বছর মিলিয়ে প্রায় ৫৮ হাজার নিয়োগের নম্বর বিভাজন সহ প্যানেল প্রকাশ করতে হবে তাদের। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নিয়োগ তালিকা বিস্তারিত প্রকাশের প্রয়োজনীয়তা রয়েছে। প্রসঙ্গত, টেটে ২০১৪ সালে ফেল করা ৯৬ জনের চাকরির কথা স্বীকার করে একক বেঞ্চে জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের মধ্যে ৯৪ জনের টেট পাশের শংসাপত্রও দেখাতে পারেনি তারা। এই প্রেক্ষিতে ওই ৯৪ জনের চাকরি বাতিলের পদক্ষেপ করতে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।