রাস্তা থেকে পুরোহিতকে টেনে-হিঁচড়ে ‘অপহরণ’! দেখুন ভিডিও

রাস্তা থেকে পুরোহিতকে টেনে-হিঁচড়ে ‘অপহরণ’! দেখুন ভিডিও

কলকাতা: চলছে বাগদেবীর আরাধনা৷ ঘরে ঘরে সরস্বতী পুজার আয়োজন কার্যত শেষ৷ আগামীকাল সকাল পৌনে নটা পর্যন্ত তিথি থাকলেও অধিকাংশ বাড়িতে শেষ পুজোর আয়োজন৷ তবে,  ঠাকুরমশাকে দিয়ে পুজো করানোটাই এখন বেশ বিড়ম্বনার৷ কারণ তাঁকে পাওয়াটা দুষ্কর৷ আর সেই ঠাকুরমশাকে নিয়ে চানা ছবি ধরা দিল বাংলায়৷ ঠাকুরমশায়কে নিয়ে কাড়াকাড়ির ভিডিও এখন ভাইরাল৷

‘ঠাকুরমশাই আমাদের পুজোটা করে দিয়ে যান৷’ লাইনটা খুব সরস্বতী পুজোয় সকালে খুবই চেনা৷ আজও তার অন্যথা হয়নি৷ কেননা, ঘরে ঘরে পুজোর সৌজন্যে পুরহিতদের দম ফেলার জো নেই৷ আর সেই ব্যস্ত পুরোহিতকে রাস্তা থেকে ধরে বেধে ক্লাবে তুলে দেওয়ার যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে৷ 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সাতসকালে পুরোহিতের হাত ধরে টানাটানি করছেন স্থানীয় বাসিন্দারা৷ তাদের দাবি একটাই ক্লাবের পুজোটা আগে করে দিতে হবে৷ পুরোহিতও নাছোড়বান্দা৷ আরো দশ বাড়িতে যেতে হবে পুজো করতে৷ রাস্তায় টানাটানির মাঝে পুরোহিত যেন অবস্থা যেন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’! কোনোমতে টেনে-হিঁচড়ে পুরোহিতকে ক্লাবে ঢুকিয়ে পুজো করানোর  সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =