লকডাউন উঠলেই রাজ্যে ৩০% বাড়তে পারে মদের দাম

লকডাউন উঠলেই রাজ্যে ৩০% বাড়তে পারে মদের দাম

কলকাতা: লকডাউনের কড়াকড়িতে মদের অভাবে সমস্যায় পড়েছেন সূরাপায়ীরা।লুকিয়ে চুরিয়ে কিছু জুটলেও তার দাম আকাশ ছোঁয়া।এখন লকডাউন উঠলে আকন্ঠ পান করবেন এই আশাতেই দিন কাটছে তাদের। কিন্তু লকডাউন উঠলেও রাজ্যে মদের দাম কমার কোন সম্ভাবনা নেই বলেই সরকারি সূত্রে জানা যাচ্ছে।বরং রাজ্যে আগামী দিনে মদের দাম বেড়ে যেতে পারে বলে সূরাপায়ীদের দুঃসংবাদ দিচ্ছে রাজ্যের আবগারী দপ্তর।

এখনো সরকারি ভাবে সিদ্ধান্ত না ঘোষণা হলেও রাজ্য আফগারি দফতর সূত্রের খবর, শীঘ্রই এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দেশি ও বিলেতি সবরকম মদের দামই প্রায় ১৫-৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। এখন দেশি মদের যে বোতলের দাম ৮০-৮৫ টাকার মধ্যে। সেই দাম বেড়ে ১১০ টাকার আশেপাশে হতে পারে।

 অন্যদিকে, দেশে তৈরি বিদেশি মদের ক্ষেত্রেও (IMFL) এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলেই খবর। ৬৫০ মিলিলিটারের বিয়ারের বোতলের দাম বাড়ছে ৩৫-৪৫ টাকার আশেপাশে্। ৩৩০ মিলিলিটার বিয়ারের দাম বাড়ছে ২০ টাকার মতো। অন্যদিকে যে কোনওরকম হুইস্কি, রাম কিংবা ভদকার ৭৫০ মিলিলিটারের বোতলের দাম ২০-৩০ শতাংশ বাড়তে পারে বলে জানা গিয়েছে। অর্থাৎ হাজার টাকার মদের বোতলের দাম বাড়ছে কমপক্ষে ২০০ টাকা। তার বেশি দামের মদের দাম বাড়ছে আরও বেশি। 

ওয়াকিবহাল মহলের মতে, গত তিন সপ্তাহ ধরে রাজ্যে মদের দোকান সম্পূর্ণ বন্ধ। ফলে আবগারী রাজস্ব আদায় বিপুল ক্ষতির সম্মুখীন। সেই ক্ষতি পূরণ করা কার্যত অসম্ভব।পাশাপাশি করোনা মোকাবিলায় পরিকাঠামো তৈরি ও ত্রাণের ব্যবস্থা করতেও ব্যপক চাপ পড়েছে রাজ্যের কোষাগারে।  সেই কারণেই মদের  দাম বাড়িয়ে যতটা সম্ভব ক্ষতি পূরণের চেষ্টা চালানোর এই পরিকল্পনা।

নবান্ন সূত্রে খবর শীঘ্রই এই নিয়ে সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে।সূতরাং লকডাউন উঠলেও মন ভরে মৌতাতের জন্য পকেট থেকে আরও অনেকটাই বেশি রেস্ত খরচ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *