বাজার গরম! পটল, উচ্ছে, পিঁয়াজের দর কমাতে উদ্যোগী কেন্দ্র

বাজার গরম! পটল, উচ্ছে, পিঁয়াজের দর কমাতে উদ্যোগী কেন্দ্র

price hike

কলকাতা: সদ্য শেষ হয়েছে দুর্গাপুজো। কিন্তু উৎসবের রেশ কাটেনি কারণ লক্ষ্মীপুজোর পর বাকি আছে কালীপূজো। এই আবহেও সাধারণ মানুষের শান্তি নেই কারণ বাজারদর বেড়েই চলেছে। শেষ কয়েকদিন সপ্তাহ ধরেই পকেটে টান পড়ছে সকলের। পরিস্থিতি বদলের কোনও আভাস নেই। এই অবস্থায় দাঁড়িয়ে পটল, উচ্ছে, পিঁয়াজের মতো সবজির দর কমাতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্যবৃদ্ধি হ্রাস পাচ্ছে বলা হলেও বাস্তব পরিস্থিতি যে অন্য তা বোঝা যাচ্ছে। তাই ভোটের মুখে তাই অস্বস্তি বাড়ছে মোদী সরকারের। (price hike)

ক্রেতা সুরক্ষা মন্ত্রক জানিয়েছে, শেষ ক’দিনে হু হু করে বেড়েছে পিঁয়াজের দাম। রাজধানী দিল্লিতে ৪৭ টাকা কেজিতে বিক্রি হলেও কলকাতায় তা গিয়ে ঠেকেছে ৬০-৮০ টাকা কেজিতে। বেগুন, পটল, লঙ্কার মতো আনাজের দাম নিয়েও মাথাব্যাথা তৈরি হচ্ছে। তবে একাধিক পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতেও একের পর এক পদক্ষেপ করে চলেছে কেন্দ্র। কিছু দিন আগেই চাল-গমের রফতানি নিয়ন্ত্রণ করেছে কেন্দ্র, খোলা বাজারে সস্তায় সেগুলি বিক্রিও করছে। এছাড়া শুক্রবার কেন্দ্র জানিয়েছে, উদ্বৃত্ত পেঁয়াজ বাজারে ভর্তুকি দিয়ে বিক্রি করবে তারা। সেক্ষেত্রে তা ২৫ টাকা কেজি দরে মিলবে। 

আসলে আনাজের দাম বৃদ্ধির অন্যতম কারণ আবহাওয়া বলেও জানানো হচ্ছে। কারণ দেশের একাধিক জায়গায় অনাবৃষ্টি না অতিবৃষ্টির জন্য উৎপাদন ব্যহত হয়েছে সবজির। অন্যদিকে বৃষ্টির ঘাটতিতে খরিফ মরসুমে পেঁয়াজের চাষ শুরু করতে দেরি হয়েছে। ফলে বাজারে আসতেও তা দেরি করেছে। ফলে এই মুহূর্তে বাজার গরম হচ্ছে এই আনাজের দামে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *