ডেঙ্গু রুখতে অভিনব উদ্যোগ, নর্দমায় ছাড়া হল গাপ্পি মাছ

ডেঙ্গু রুখতে অভিনব উদ্যোগ, নর্দমায় ছাড়া হল গাপ্পি মাছ

 

ভাটপাড়া: ভাটপাড়াতে ডেঙ্গু রুখতে তৎপর সরকার ও পৌর প্রশাসন। ডেঙ্গুকে রুখতে এবার বিশেষ তৎপরতা শুরু করল ভাটপাড়া পৌরসভা ও রাজ্য পৌর নগরোন্নয়ন দফতর।  এবার মশাবাহিত ডেঙ্গুর প্রভাব রুখতে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহন করল রাজ্য সরকারের পৌর নগরোন্নয়ন দফতর।

একদিকে করোনার তৃতীয় ঢেউ আসার প্রবল সম্ভবনা ভাবাচ্ছে সরকারকে৷ তার সঙ্গেই বর্ষায় ডেঙ্গির প্রকোপ ভাবাচ্ছে স্থানীয় পৌর প্রশাসনের কর্তাব্যক্তিদের। প্রতি বছর বর্ষার সময় ডেঙ্গুর প্রকোপ দেখা যায় ভাটপাড়া পৌর এলাকায়। এবার ও বর্ষণের প্রভাবে সম্প্রতি জেলার বেশ কিছু অঞ্চলে ডেঙ্গুর প্রভাব লক্ষ্য করা গিয়েছে ইতিমধ্যেই। সামনেই শুরু হবে উৎসবের মরশুম।

তাই সরকারের পক্ষ থেকে করোনা কালে মানুষকে সতর্ক করা হচ্ছে বারবার। এর পাশাপাশি  ডেঙ্গুকে নিয়ন্ত্রনে রাখতে তাই আগে থেকেই তৎপর সরকার ও পৌর প্রশাসন।  তাই তড়িঘড়ি মশা মারতে উদ্যোগী রাজ্য সরকার। সোমবার ভাটপাড়া পৌরসভায় সাড়ে তিন লক্ষ গাপ্পি মাছের চারা তুলে দেওয়া হল সরকারের পক্ষ থেকে। সেই সমস্ত মাছ গুলি  ভাটপাড়া পৌর সভার  বিভিন্ন এলাকার নালা নর্দমায় ও বিভিন্ন পুকুরে ছড়িয়ে দেওয়া হয় পৌর সভার তরফে।

জানা গিয়েছে, এই মাছ ডেঙ্গুর মশা খেয়ে ফেলে৷ তাই নর্দমার এই মাছকে কেউ যেন মেরে না ফেলেন সেকথায় বলছেন পুরকর্তারা৷ একই সঙ্গে ডেঙ্গু সচেতনতায় এদিন থেকে পুরসভার ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হল প্রচারাভিযানও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =