কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশের আন্দোলন ও কর্মবিরতির জেরে চলা অচলাবস্থা অব্যাহত। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি, অধ্যক্ষ পদত্যাগ না করলে তাঁরা অনশন চালিয়ে যাবে। এই ইস্যুতেই আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল হাসপাতালের পড়ুয়ারা। আন্দোলনে অনড় থাকার কথাই জানায় তারা, পাশাপাশি অধ্যক্ষের বিরুদ্ধে আরও অভিযোগ তোলে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানায়, তিন মাস ধরে পড়ুয়ারা আন্দোলন চালাচ্ছে। কিন্তু আর জি কর কর্তৃপক্ষ উদাসীন, তাই তারা অনশনে যেতে বাধ্য হয়েছে। এমনকি তাদের আরও অভিযোগ, অনশনকারীদের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও রকম খোঁজ নেয়নি। কর্তৃপক্ষ এই রকম উদাসীন থাকলে অনশন, আন্দোলন চলবেই বলে জানায় তারা। তাদের আরও বক্তব্য, তারা স্বচ্ছ এবং গণতান্ত্রিকভাবে ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করতে চেয়েছিল, কিন্তু অধ্যক্ষের পক্ষপাতদুষ্ট আচরণ তারা কোনও ভাবেই মেনে নেবে না। তাদের অভিযোগ, ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠনের ক্ষেত্রে অধ্যক্ষ পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। সেই প্রেক্ষিতে আন্দোলন এখন চলবে, নিজেদের সিদ্ধান্ত অনড় আর জি করের পড়ুয়ারা।
এদিকে আবার, এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আজ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কাজে যোগ না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইন্টার্নদের জানিয়ে দেওয়া হয়েছে যে, কাজে না এলে তা গরহাজির হিসাবে গণ্য করা হবে এবং সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ও ডেপুটি সুপার জরুরি বিভাগ সহ হাসপাতালের বিভিন্ন বিভাগে ঘুরে গরহাজির জুনিয়র ডাক্তারদের তালিকা তৈরি করেছেন। সেই তালিকা স্বাস্থ্যভবনে পাঠানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, এই হাসপাতালের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মেডিক্যাল পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশ আন্দোলনে নেমেছেন। এর প্রভাব পড়েছে পরিষেবায়। চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।