চার মিনিটেই শেষ সাংবাদিক বৈঠক! লিখিত বিবৃতি পাঠ করে চলে গেলেন স্বাস্থ্যসচিব

কলকাতা: সাংবাদিক বৈঠক করলেন৷ তবে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের জবাব দিবেন না রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম৷ শুধুমাত্র একটি লিখিত বিবৃতি পাঠ করে চলে গেলেন তিনি৷…

কলকাতা: সাংবাদিক বৈঠক করলেন৷ তবে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের জবাব দিবেন না রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম৷ শুধুমাত্র একটি লিখিত বিবৃতি পাঠ করে চলে গেলেন তিনি৷ তাতে তিনি যা বললেন-

‘‘আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ঘটনার কড়া ভাষায় নিন্দা করছে রাজ্য সরকার। আমরা এই ঘটনার যথাযথ তদন্ত করতে বদ্ধপরিকর। কলকাতা পুলিশ কমিশনার ব্যক্তিগত ভাবে বিষয়টির তত্ত্ববধান করছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে। রাজ্য সরকারের তরফে নিশ্চিত করা হচ্ছে যে, আমরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব।’’

 

তিনি আরও বলেন, ‘‘আমি ব্যক্তিগত ভাবে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করেছি৷  এই ঘটনার যথাযথ তদন্ত হবে এবং অপরাধীরা শাস্তি পাবে বলে আমি নিশ্চিত করেছি। কলকাতা পুলিশ কমিশনারও আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে দেখা করেছেন। কলেজের অধ্যক্ষ এবং সুপারকেও সরিয়ে দেওয়া হয়েছে। এই নৃশংস ঘটনায় রাজ্য সরকার আন্দোলনকারীদের পক্ষে রয়েছে। যদিও এখনও রাজ্যের মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিতে রোগী পরিষেবা ব্যাহত রয়েছে।’’