মনীশ খুনে ধৃত খুররম তৃণমূল নেতাদের ‘খাস লোক’! ছবি দেখিয়ে বিস্ফোরক অর্জুন

মনীশ খুনে ধৃত খুররম তৃণমূল নেতাদের ‘খাস লোক’! ছবি দেখিয়ে বিস্ফোরক অর্জুন

 

বারাকপুর: টিটাগড়ে বিজেপি নেতা মনীশ শুক্লা হত্যাকাণ্ডে তৃণমূলের পাশাপাশি সিআইডির বিরুদ্ধেও এবার আঙুল তুললেন একদা তৃণমূলের দুপুটে নেতা তথা বিজেপি সাংসদ অর্জুন সিং৷ টাকার বিনিময়ে মনীশকে খুন করার অভিযোগও তুলেছেন বারাকপুরের বিজেপি সাংসদ৷ খুনের নেপথ্যে পুলিশের হাত থাকতে পারেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন৷

মনীশহত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে রাজ্যরাজনীতি৷ গোটা ঘটনার পিছনে শাসকদলের ষড়যন্ত্রেক অভিযোগ আগেই তুলেছিল গেরুয়া শিবির৷ পাল্টা গেরুয়া শিবিরের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক তৃণমূল৷ অভিযোগ-পাল্টা অভিযোগের আবহে মঙ্গলবার বঙ্গ বিজেপির দফতর থেকে সাংবাদিক বৈঠক করে ফের বিস্ফোরক অভিযোগ তোলেন অর্জুন সিং৷ সারাসরি তৃণমূলের বিরুদ্ধে তোলেন আঙুল৷

মণীশ শুক্লা খুনে তৃণমূলের যোগাযোগের প্রমাণ দিতে ধৃত মহম্মদ খুররমের ছবি দেখান বিজেপি সাংসদ অর্জুন সিং৷ ধৃত খুররমের সঙ্গে দীনেশ ত্রিবেদী থেকে শুরু করে নির্মল ঘোষ, মদন মিত্র থেকে ব্রাত্য বসুর মতো তৃণমূলের শীর্ষ নেতাদের সম্পর্ক রয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ তোলেন অর্জুন৷ একই সঙ্গে পানিহাটি ও টিটাগড় পুরসভার মুখ্য প্রশাসক নির্মল ঘোষ ও প্রশান্ত চৌধুরির খাস লোক বলেও চাঞ্চল্যকর অভিযোগ তোলেন অর্জুন সিং৷ যদিও অর্জুনের দেখা ছবির সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম৷ অর্জুনের অভিযোগ সংবাদমাধ্যমে উড়িয়ে দিয়েছেন নির্মল ঘোষ, মদন মিত্র৷ দীনেশ ত্রিবেদী ও ব্রাত্য বসুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

অর্জুন সিংহের অভিযোগ, মনীশহত্যাকাণ্ডের তদন্তভার সিআইডি তুলে দেওয়ার মাধ্যমে গোটা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে৷ খুনের ঘটনায় যে দু’জনকে গ্রেফতার হয়েছে, তাদের তৃণমূল নেতা বলেও দাবি দাবি অর্জুনের৷ যেভাবে খুন হয়েছে, তার পিছনে পুলিশের হাত থাকতে পারে বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো বিজেপি নেতা৷ গোটা ঘটনাকে আড়াল করার জন্য সিআইডি তদন্ত করা হচ্ছে বলে আশঙ্কা অর্জুনের৷ খুনের ঘটনায় ধৃতদের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতাদের যোগাযোগ রয়েছে বলেও বেশ কিছু ছবি প্রকাশ করেন বিজেপির এই সাংসদ৷ বিজেপি সাংসদের আরও দাবি, ধৃতদের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতাদের যোগাযোগ রয়েছে৷ তৃণমূল ও পুলিশের যৌথ অপারেশনে খুনের অভিযোও এনেছেন বারাকপুরের সাংসদ৷

অর্জুন সিংয়ের দাবি, খুনের ঘটনার কিনারা করতে পারে সিবিআই৷ গোটা ঘটনার তদন্তভার যাতে সিবিআইয়ের হাতে দেওয়া যায়, তার দাবি জানিয়ে প্রয়োজনে হাইকোর্টে  যাবেন বলেও জানিয়েছেন বিজেপির এই সাংসদ৷ বিস্ফোরক অভিযোগ করে বিজেপি সাংসদ বলেন, “তৃণমূলের ২ চেয়ারম্যান এই খুনের জন্য অর্থ জোগান দিয়েছেন৷ আমিও ওই জায়গায় মাঝে মধ্যে বসতাম৷ হয়তো আমাদের দু’জনকে মরার ছক ছিল৷ সবটাই পরিকল্পিত৷’’

অন্যদিকে, বিজেপি নেতা খুনের ঘটনা পূর্বপরিকল্পিত বলে মনে করছে পুলিশ৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, বারাকপুর থেকে টিটাগড় পর্যন্ত মণীশকে অনুসরণ করে দুষ্কৃতীরা৷ বিজেপি নেতার অবস্থান জানার পর গুলি চালায় দুষ্কৃতীরা৷ পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে আগেই টুইটে জানিয়েছে রাজ্য পুলিশ৷ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দু’‌জনকে গ্রেফতার করা হয়েছে৷ খুররাম খান ও গুলাব শেখকে সোমবার রাতে গ্রেফতার করা হয়৷ ধৃতদের ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই ৭ জনের নামে এফআইআর দায়ের হয়েছে৷ প্রত্যেকের বিরুদ্ধেই খুনের ধারা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ বারাকপুর ও টিটাগড় পুরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা সহ ৭ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে এফআইআর করেছেন বিজেপি নেতা মণীশ শুক্লের বাবা চন্দ্রমনি শুক্লা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + seventeen =