প্রিসাইডিং অফিসারের চড়, ‘আমাকে বাঁচান, হাতজোড় করে প্রার্থনা, হুলস্থূল লিলুয়ায়

লিলুয়া: বুথের ভিতর আক্রান্ত প্রিসাইডিং অফিসার৷ পোলিং এজেন্টরা তাঁকে রীতিমতো চড়-থাপ্পড় মেরেছে বলে অভিযোগ৷ বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী যখন এলে অভিযোগ করেন তিনি৷ ঘটনাটি লিলুয়ার…

লিলুয়া: বুথের ভিতর আক্রান্ত প্রিসাইডিং অফিসার৷ পোলিং এজেন্টরা তাঁকে রীতিমতো চড়-থাপ্পড় মেরেছে বলে অভিযোগ৷ বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী যখন এলে অভিযোগ করেন তিনি৷ ঘটনাটি লিলুয়ার ভারতীয় স্কুলের ১৭৬ নম্বর বুথে৷ সাময়িক ভাবে বন্ধ হয়ে গিয়েছে ভোট প্রক্রিয়া৷ প্রিসাইডিং অফিসার গৌতম মান্নার অভিযোগ, তাঁকে চড়-থাপ্পড় মেরে ভোট প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। প্রায় দু’ঘণ্টা ভোট প্রক্রিয়া বন্ধ থাকার পর ফের ভোট গ্রহণ শুরু হয়। বিজেপি প্রার্থীর অভিযোগ, শাসকদলের নেতা কৈলাস মিশ্রের নেতৃত্বেই যাবতীয় ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায়ের বক্তব্য, ‘‘প্রিসাইডিং অফিসারকে মারধর করা হয়নি। অভিযোগ করলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। তবে এর সঙ্গে তৃণমূল যুক্ত নয়।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *