করোনা আক্রান্ত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, ফেসবুক পোস্টে দিলেন বার্তা

করোনার শিকার হলেন ফ্যাশন ডিজাইনার তথা বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকাল ৯টা নাগাদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে কোভিড সংক্রমণের কথা জানালেন তিনি। ফেসবুকে তিনি লেখেন, “আমি কোভিড পজিটিভ। অনুরোধ করব গত ৫ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দয়া করে টেস্ট করুন। ধন্যবাদ।”

কলকাতা: করোনার শিকার হলেন ফ্যাশন ডিজাইনার তথা বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকাল ৯টা নাগাদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে কোভিড সংক্রমণের কথা জানালেন তিনি। ফেসবুকে তিনি লেখেন, “আমি কোভিড পজিটিভ। অনুরোধ করব গত ৫ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দয়া করে টেস্ট করুন। ধন্যবাদ।”

সূত্র মারফত জানা গিয়েছে অগ্নিমত্রা’র কয়েকদিন ধরে ন্যূনতম করোনার উপসর্গ দেখা গিয়েছিল। ঠিক কীভাবে এবং কোথা থেকে তিনি কোভিড সংক্রমিত হলেন তা এখনও জানা যায়নি। আপাতত নিজেকে হোম আইসোলেসনে রেখেছেন তিনি। গতকাল অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গের মহিলা মোর্চার রাজ্য কমিটি ঘোষণা করেন তিনি। সেই মর্মে গত ৫ দিনে তাঁর সংস্পর্শে যে যে ব্যক্তি এসেছেন, তাঁদের সকলকে করোনা পরীক্ষার জন্য অনুরোধ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

পোস্ট করার কিছু মুহুর্তের মধ্যেই কমেন্ট এর বন্যা বয়ে যায়। ভক্ত ও শুভানুধ্যায়ীরা দ্রুত তাঁর আরোগ্য কামনা করেছেন কমেন্টে। প্রসঙ্গত, ২দিন আগেই তৃণমূল নেতা তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। এবার নাম জুড়ল অগ্নিমিত্রা’রও। রাজ্যের প্রথম সারির নেতা নেত্রীদের একের পর এক সংক্রমণের খবরে চাঞ্চল্য ছড়াচ্ছে।

অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে, চলতি মাসের প্রথম দিকের তুলনায় গত ৬দিনে সংক্রমণ মাত্রা অনেকটাই বাগে আনা গিয়েছে। যেখানে একদিনে রেকর্ড এক লক্ষের কাছাকাছি সংক্রমণ মাত্রা পৌঁছেছিল সেখানে শুক্রবার সকাল পর্যন্ত সেই সংখ্যা ৯০ হাজারের গণ্ডি পেরোয়নি। পাশাপাশি সুস্থতার হারও বেড়েছে ইতিবাচক ভাবে। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৮৭.‌৬১ শতাংশ। স্বাস্থ্য ভবন তরফে জানানো হয়েছে, রাজ্যে করোনা টেস্টের সংখ্যা বাড়লেও সংক্রমণের মাত্রা সেভাবে বাড়ছে না। যা খানিক স্বস্তি এনেছে রাজ্যবাসীর মধ্যে। শনিবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১৮১ জন। একইসঙ্গে এদিন  ২৯৫৫ জন করোনাকে জয় করে ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *