কলকাতা: জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের আংটি কাণ্ডে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই ঘটনায় এবার নোটিস দিয়ে তলব করল পুলিশ। জানা গিয়েছে, হেস্টিংস থানা প্রেসিডেন্সি জেলের সুপারকে নোটিস দিয়ে হাজিরার নির্দেশ দিয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন কারা দফতরের ডিআইজি। যদিও আদালতে আগে আইজি জানিয়েছিলেন যে, জেল সুপারের কোনও গাফিলতি নেই গোটা বিষয়ে।
নিয়ম অনুযায়ী, জেল বন্দি কোনও ব্যক্তি গয়না পরে থাকতে পারেন না। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে এই নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলেই দাবি ওঠে। বলা হয়, পার্থ চট্টোপাধ্যায় এতই প্রভাবশালী যে তাঁর হাতে তিনটি আংটি রয়েছে, সেগুলি খোলা হয়নি। এই বিষয়ে জানতে প্রেসিডেন্সি জেল সুপারকে তলব করেন বিচারক। সেই সময়ে জানান হয়েছিল যে, সেই সময়ে পার্থর ১১০ কেজি ওজন ছিল। হাতের আঙুলও ছিল বেশ ফোলা৷ বিস্তর চেষ্টা করেও আঙুল থেকে আংটি বার করা যায়নি। এখন আবার এই ইস্যুতে চাপ বাড়ল প্রেসিডেন্সি জেলের সুপারের।
এর আগে আদালতে হাজিরা দেওয়ার সময়ে তাঁকে ‘ধমক’ খেতে হয়েছিল বিচারকের কাছ থেকে। আসলে জেল সুপারের যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি বিচারক। তাঁর প্রশ্ন ছিল, ওজন যদি ফ্যাক্টর হবে তাহলে শুনানি চলাকালীন কী ভাবে নিজেই আংটি খুলে ফেলেছিলেন পার্থ? তার যথাযথ ব্যাখ্যা না পেয়ে জেল সুপারকে ভর্ৎসনা করেন তিনি।