আরও এক ভোটের প্রস্তুতি শুরু করল তৃণমূল-বিজেপি, শীঘ্রই মনোনয়ন

আরও এক ভোটের প্রস্তুতি শুরু করল তৃণমূল-বিজেপি, শীঘ্রই মনোনয়ন

43b0d1573359c4e8d13405dba589e0b6

কলকাতা: পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরেও তার উত্তাপের আঁচ থেকে গিয়েছে এবং আগামী কয়েকদিনও থাকবে। তবে এরই মাঝে আরও এক ভোটের প্রস্তুতি শুরু হল বাংলায়। আগামী ২৪ জুলাই রাজ্যে রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। পঞ্চায়েত ভোটের ব্যস্ততার কারণে এই নির্বাচনের প্রস্তুতি নিতে পারেনি তৃণমূল-বিজেপি। তাই এবার তারা নিজেদের মতো করে কাজ শুরু করতে চলেছে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন পর্ব। 

রবিবার হওয়া সত্ত্বেও আজ বিধানসভায় প্রার্থীদের মনোনয়নপত্র তৈরির প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। দলের বিধায়কদের একাংশকে প্রস্তাবক হিসাবে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে বলা হয়েছে। বিধানসভা সূত্রে খবর, ১২ জুলাই তৃণমূল প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দেবেন। মনোনয়নপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায়কে। অন্যদিকে গত সপ্তাহ থেকেই বিজেপির তরফে মনোনয়নপত্র তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। সোমবার তারা মনোনয়ন জমা দিতে পারে বলে সূত্রের খবর। তবে পুরোটাই নির্ভর করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ওপর। 

পশ্চিমবঙ্গে সাতটি রাজ্যসভা আসনে ভোট হবে। ছ’জন রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হয়েছে। সেই কারণে ওই আসনগুলিতে নির্বাচন হচ্ছে। এদিকে তৃণমূলের টিকিটে নির্বাচিত লুইজিনহো ফেলেইরো মেয়াদ শেষের আগেই ইস্তফা দেওয়ায় সপ্তম আসনে হতে চলেছে উপনির্বাচন। ২০২১ সালে তৃণমূলের অর্পিতা ঘোষ ইস্তফা দেওয়ায় তাঁর আসনে উপনির্বাচনে জিতেছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার তিনিও না থাকায় আবার উপনির্বাচন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *