হাওড়া: ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে৷ কখনও ফোঁটা ফোঁটা, আবার কখনও একটু জোরে বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে। আর এই আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফুল চাষের। মূলত হাওড়ার বাগনান ব্লকে প্রচুর পরিমাণে গাঁদা ও গোলাপ ফুলের চাষ হয়। সেখান থেকেই তা জগন্নাথ ঘাটে বিক্রির জন্য যায়। কিন্তু, এই বৃষ্টির কারণে গাঁদা ফুলে পোকা লাগার আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা। এই বৃষ্টি বেশিদিন চললে, গাঁদা ফুলের বাজারে আকাল দেখা দেবে। আর তার ফলে বাড়তে পারে গাঁদা ফুলের দাম। এমনিতেই শীতকালে গাঁদা ফুলের জোগান পর্যাপ্ত থাকে। কিন্তু, বৃষ্টি হলে গাঁদার ফলন অনেকখানি কমে যাবে বলে চাষিরা মনে করছেন।
অকাল বর্ষণে ফুল চাষে ক্ষতির আশঙ্কা
হাওড়া: ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে৷ কখনও ফোঁটা ফোঁটা, আবার কখনও একটু জোরে বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে। আর এই আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফুল চাষের। মূলত হাওড়ার বাগনান ব্লকে প্রচুর পরিমাণে গাঁদা ও গোলাপ ফুলের চাষ হয়। সেখান থেকেই তা জগন্নাথ ঘাটে বিক্রির জন্য যায়। কিন্তু, এই বৃষ্টির