প্রসব যন্ত্রণা সত্ত্বেও অন্তঃসত্ত্বাকে ফেরাল হাসপাতাল, পরে রাস্তাই প্রসব

প্রসব যন্ত্রণা সত্ত্বেও অন্তঃসত্ত্বাকে ফেরাল হাসপাতাল, পরে রাস্তাই প্রসব

বারাকপুর: প্রসব যন্ত্রণা ওঠা সত্ত্বেও অন্তঃসত্ত্বাকে ফিরিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে৷ ভাটপাড়া হাসপাতাল থেকে গৃহবধূকে অ্যাম্বুলেন্সে করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সন্তান প্রসব করেন তিনি৷ ওই অবস্থায় নৈহাটি হাসপাতাল ঘুরে ফের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবশ্য তখন মা ও শিশুকে ভর্তি নেওয়া হয়৷ দু’জনই এখন সুস্থ৷ কিন্তু, প্রসব যন্ত্রণা ওঠা সত্ত্বেও অন্তঃসত্ত্বাকে কেন ফিরিয়ে দিল দু’টি সরকারি হাসপাতাল? উঠছে প্রশ্ন৷

স্থানীয় সূত্রে খবর, কাঁকিনাড়ার কাটাডাঙার বাসিন্দা সরস্বতী মল্লিকের প্রসব যন্ত্রণা ওঠে৷ পরে স্বামী ভোলা মল্লিক স্ত্রীকে  অ্যাম্বুলেন্সে নিয়ে ছোটেন ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে৷ ভোলাবাবুর অভিযোগ, স্ত্রী প্রসব যন্ত্রণায় ছটফট করলেও তাঁকে প্রথমে ভর্তি নেওয়নি হনি৷ বলা হয়, যেহেতু এটি কোভিড হাসপাতাল, ফলে ভর্তি করা যাবে না৷

প্রসব যন্ত্রণার মধ্যে সন্তানসম্ভবা মহিলাকে কল্যাণী জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়৷ মুহূর্তেই রওয়ানা হয় অ্যাম্বুলেন্স৷  নৈহাটির কাছে গাড়ির মধ্যেই সন্তান প্রসব করেন ওই মহিলা৷ নৈহাটি হাসপাতাল থেকে ঘুরে ফের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে মা ও শিশুকে পরে ভর্তি নেওয়া হয়৷ দু’জনই এখন সুস্থ৷

প্রথমেই হাসপাতাল কর্তৃপক্ষ যদি ভর্তি করে নিয়ে নিত, তাহলে কি একটা কষ্ট পেতে হত সন্তানসম্ভবাকে? গাড়িতে প্রসবের সময় কোও দুর্ঘটনা ঘটে গেলে তার দিত হাসপাতাল কর্তৃপক্ষ৷ কেন এত ভোগান্তি? প্রশ্ন ভোলাবাবুর৷ যদিও এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =