গর্ভ ভাড়া করে সন্তান প্রজননে নিষেধাজ্ঞা কেন্দ্রের, লোসকভায় পাশ সারোগেসি বিল

নয়াদিল্লি: অন্য মহিলার গর্ভ ভাড়া করে সন্তানের বাবা-মা হওয়ার প্রবনতায় রাশ টানতে নয়া আইন পাশ করাল কেন্দ্র৷ দিনভর তুমুল হট্টগোল হলেও সারোগেসি বিল, ২০১৬ পাশ হল লোকসভায়৷ আজ লোকসভায় পেশ হয় সারোগেসি (রেগুলেশন) বিল, ২০১৬৷ সর্বসম্মতিক্রমে পাশ হয় নয়া বিল৷ এই বিল অনুযায়ী, এখন থেকে সন্তান উৎপাদনে অক্ষম ভারতীয় দম্পতিরাই শুধু শর্তসাপেক্ষে সারোগেট সন্তানের জন্য

গর্ভ ভাড়া করে সন্তান প্রজননে নিষেধাজ্ঞা কেন্দ্রের, লোসকভায় পাশ সারোগেসি বিল

নয়াদিল্লি: অন্য মহিলার গর্ভ ভাড়া করে সন্তানের বাবা-মা হওয়ার প্রবনতায় রাশ টানতে নয়া আইন পাশ করাল কেন্দ্র৷ দিনভর তুমুল হট্টগোল হলেও সারোগেসি বিল, ২০১৬ পাশ হল লোকসভায়৷

আজ লোকসভায় পেশ হয় সারোগেসি (রেগুলেশন) বিল, ২০১৬৷ সর্বসম্মতিক্রমে পাশ হয় নয়া বিল৷ এই বিল অনুযায়ী, এখন থেকে সন্তান উৎপাদনে অক্ষম ভারতীয় দম্পতিরাই শুধু শর্তসাপেক্ষে সারোগেট সন্তানের জন্য আবেদন করতে পারবেন৷ সেখানে আর্থিক লেনদেনের কোনও জায়গা থাকবে না৷ বিদেশি বা ভারতীয় বংশোদ্ভূতরা এ দেশে এসে কোনও গরিব মহিলাকে পয়সা দিয়ে তাঁর গর্ভে নিজেদের সন্তান উৎপাদন করে যাচ্ছেন, এই রেওয়াজ একেবারে বন্ধ হল নতুন বিধিতে৷ এমনকী ভারতীয় দম্পতিরাও যদি আগে সন্তানের বাবা-মা হয়ে থাকেন, তা হলে পরে আর সারোগেসির সুযোগ পাবেন না৷ কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল, নতুন করে আর কোনও সারোগেসি ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না৷ যেকটি ক্লিনিক রয়েছে তার উপরও নজর রাখবে কেন্দ্রে নয়া গঠিত বোর্ড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 17 =