রঙিন কাপড়ের মাস্ক পরছেন? কী কী সতর্কতা মানতে হবে জানেন? পড়ুন বিস্তারিত

করোনা আবহে মাস্ক পড়াই যখন নিয়তি তখন বাজারে বেরিয়েছে বিভিন্ন ধরণের মাস্ক৷ নানা রঙের কাপড়ের মাস্ক এখন নতুন ট্রেন্ড৷ জামাকাপড়ের সঙ্গে ম্যাচ করে দেদার বিকোচ্ছে কাপড়ের মাস্ক৷ তবে এই কাপড়ের মাস্ক পড়লে কী সাবধানতা অবলম্বণ করা উচিত বা উচিত নয় তারই পরামর্শ দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিমবঙ্গের কো-অর্ডিনেটর ডাঃ প্রীতম রায়৷ করোনায় আক্রান্ত প্রায় ৪০ শতাংশ রোগীই উপসর্গহীন৷ এদের শরীরে ভাইরাস বাসা বাঁধলেও তার কোনও উপসর্গই দেখা যায় না৷ যার ফলে আপনি বা আপনার সামনের মানুষটি করোনায় আক্রান্ত কিনা তা না জানার ফলে এই রোগ আমরা ছড়িয়ে দিতে অন্য অনেকের মধ্যে৷ তাই মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরী৷ কাপড়ের মাস্ক ব্যবহার করলে বেশ কিছু নিয়ম মানা জরুরী৷ 

 

কলকাতা: করোনা আবহে মাস্ক পড়াই যখন নিয়তি তখন বাজারে বেরিয়েছে বিভিন্ন ধরণের মাস্ক৷ নানা রঙের কাপড়ের মাস্ক এখন নতুন ট্রেন্ড৷ জামাকাপড়ের সঙ্গে ম্যাচ করে দেদার বিকোচ্ছে কাপড়ের মাস্ক৷ তবে এই কাপড়ের মাস্ক পড়লে কী সাবধানতা অবলম্বণ করা উচিত বা উচিত নয় তারই পরামর্শ দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিমবঙ্গের কো-অর্ডিনেটর ডাঃ প্রীতম রায়৷ করোনায় আক্রান্ত প্রায় ৪০ শতাংশ রোগীই উপসর্গহীন৷ এদের শরীরে ভাইরাস বাসা বাঁধলেও তার কোনও উপসর্গই দেখা যায় না৷ যার ফলে আপনি বা আপনার সামনের মানুষটি করোনায় আক্রান্ত কিনা তা না জানার ফলে এই রোগ আমরা ছড়িয়ে দিতে অন্য অনেকের মধ্যে৷ তাই মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরী৷ কাপড়ের মাস্ক ব্যবহার করলে বেশ কিছু নিয়ম মানা জরুরী৷ 

কী করবেন? রইল তার তালিকা
 

১) মাস্ক পড়ার আগে সাবান জলে হাত ধুয়ে নিন
২) দেখে নিন মাস্ক ভালো আছে কিনা বা মাস্কে নোংরা লেগে আছে কিনা
৩) মাস্কের দড়ি বা ইলাস্টিক ধরে মাস্ক পড়ুন
৪) এমনভাবে মাস্ক পড়ুন যাতে আপনার নাক ও মুখ ঢাকা থাকে
৫) আপনার মাস্কগুলিকে যত্ন করে রাখুন
৬) মাস্ক খোলার আগে হাত ধুয়ে বা স্যানিটাজার ব্যবহার করে হাত জীবানুমুক্ত করে নিন
৭) রোজ অন্তত একবার মাস্কটিকে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধোবেন

কী করবেন না? রইল সেই তালিকা 
১) নোংরা, নষ্ট হয়ে যাওয়া বা ভেজা মাস্ক পড়বেন না
২) আলগা মাস্ক পড়বেন না
৩) মুখের নীচে বা নাকের নীচে মাস্ক পড়বেন না
৪) আপনার এক মিটারের মধ্যে মানুষ থাকলে মাস্ক খুলবেন না
৫) শ্বাস নিতে সমস্যা হয় এমন মাস্ক পড়া যাবে না
৬) নিজের মাস্ক অন্যকে পড়তে দেবেন না, অন্যের মাস্ক পড়বেন না৷

এই নিয়মগুলি মেনে চললে মোকাবিলা করোনা যাবে মারণ ভাইরাস করোনার৷ নিজেকে এই ভাইরাসের থেকে সুরক্ষিত রাখতে পরবেন আপনি৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =