আজ থেকেই প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণে! সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, বড় আপডেট হাওয়া অফিসের

কলকাতা: বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ৷ এদিকে গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে৷ কবে নামবে বৃষ্টি? হাওয়া অফিস জানাচ্ছে,  আর বেশি দেরি নেই৷ এবার দক্ষিণেও ঢুকে পড়বে বর্ষা৷ মঙ্গলবার…

কলকাতা: বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ৷ এদিকে গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে৷ কবে নামবে বৃষ্টি? হাওয়া অফিস জানাচ্ছে,  আর বেশি দেরি নেই৷ এবার দক্ষিণেও ঢুকে পড়বে বর্ষা৷ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে প্রাক বর্ষার বিক্ষিপ্ত বৃষ্টি৷ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা। সেই সম্ভাবনা প্রবল৷

 

বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা৷ পাশাপাশি দখিনা বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে৷ তাই দক্ষিণবঙ্গে বর্ষা আসা এখন শুধুই সময়ের অপেক্ষা। আজ থেকেই কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *